ফজিলাতুন্নেছা মুজিব হলে লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি

১৫ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের হল সংসদের মনোনয়ন সংগ্রহ করতে গিয়ে ফজিলাতুন্নেছা মুজিব হলে কয়েকজন শিক্ষার্থী লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গটন করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান।

 

তিনি বলেন, ফজিলাতুন্নেছা মুজিব হলে শিক্ষার্থীদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার তদন্তে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 

এরআগে, ডাকসু নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

 

তিনি বলেন, ‘ছাত্রলীগের অপরাধীরা এখনও হলগুলোতে অবস্থান করছে। তারা এখনও নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। এর সঙ্গে গুপ্ত সংগঠনে যোগ দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়গুলো জানানো হলেও তারা ব্যবস্থা নেয়নি। এরইমধ্যে ব্যাপক আলোড়ন ওঠায় এবং ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী দলের বিজয়ের সম্ভাবনা দেখে তারা ঈর্ষান্বিত।’

 

আরও পড়ুন: ডাকসু নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি: শিপন

 

শিপন বলেন, ‘ফজিলাতুন্নেছা মুজিব হলের দায়িত্বে যারা ছিলেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও ডাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি জানাচ্ছি। এখনও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি করছি।’

 

এ সময় ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, ‘প্রকৃত ডাকসু নির্বাচন আয়োজনর জন্য অনুরোধ করা হয়েছে। জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস ও পরিস্থিতি তৈরি করতে অনুরোধ করা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করতে ব্যর্থ হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সেই সহযোগিতা চেয়ে স্মারক লিপি দেয়া হলো তা গুরুত্ব দেয়নি। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছি।’

 

]]>
সম্পূর্ণ পড়ুন