প্রি-ডায়াবেটিক রোগীর জন্য জরুরী ৫ পরামর্শ দিয়েছেন কিডনি রোগ বিশেষজ্ঞ মারজোয়া হুমায়রা মেখলা
১️. তরল ক্যালরি সম্পূর্ণ বন্ধ করুন: চিনি মেশানো পানীয় (সফট ড্রিংক, জুস ইত্যাদি) রক্তে গ্লুকোজ দ্রুত বাড়ায়। শুধু পানি, ব্ল্যাক কফি আর চিনি ছাড়া চা পান করুন।
২. হাঁটুন: প্রতিবার খাবারের পর ১০–১৫ মিনিট হাঁটুন। খাবারের পর অল্প হাঁটলে রক্তে চিনি ৩০–৪০% পর্যন্ত কমে। পেশি তখন রক্ত থেকে চিনি টেনে নেয়— ফলে কোষের ক্ষতি কমে।
আরও পড়ুন: অ্যানকিলোসিং স্পন্ডিলাইটিস রোগ সম্পর্কে কতটা জানেন?
৩️. প্রোটিন: প্রতিটি খাবারে পর্যাপ্ত প্রোটিন রাখুন (কমপক্ষে ৪০ গ্রাম) প্রোটিন রক্তে গ্লুকোজ ধীরে শোষিত হতে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। এতে রক্তে শর্করার ওঠানামা কমে ও ইনসুলিন সেনসিটিভিটি বাড়ে।
৪. ইনসুলিন টেস্ট: শুধু গ্লুকোজ নয়, ফাস্টিং ইনসুলিন টেস্ট করান। ফাস্টিং ইনসুলিন দেখায় অগ্ন্যাশয় কতটা পরিশ্রম করছে। যদি মান ৫–৭ µIU/mL এর বেশি হয়, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয়ে গেছে। যদি গ্লুকোজ স্বাভাবিক দেখায় তবুও।
আরও পড়ুন: সকালে নাগরমোথা খেলেই ২০ সমস্যার সমাধান!
৫. ঘুমের আগে খাওয়া: ঘুমানোর কমপক্ষে ৩ ঘণ্টা আগে খাওয়া বন্ধ করুন। কারণ, রাতে খেলে ইনসুলিন উচ্চ থাকে, শরীর তখন ফ্যাট বার্ন করতে পারে না— বরং জমায়।

১ সপ্তাহে আগে
৪






Bengali (BD) ·
English (US) ·