প্রবারণা পূর্ণিমায় উৎসবমুখর বান্দরবান, বর্ণিল ফানুসে আলোকিত রাতের আকাশ

৩ দিন আগে
বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমাকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে পার্বত্য জেলা বান্দরবান।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা থেকে বিভিন্ন ক্যাং ও পাড়া থেকে উড়ানো হয় শত শত বিভিন্ন রঙের ও ভিন্ন ভিন্ন আকৃতির ফানুস।

 

এসময় বর্ণিল ফানুসে ছেয়ে যায় রাতের আকাশ। মারমা তরুণ-তরুণীরা দল বেধে অংশ নেয় ফানুস উড়ানোর অনুষ্ঠানে।

 

আরও পড়ুন: প্রবারণা বাজার: ৫০ পয়সায় চাল, ১ টাকায় শার্ট!

 

এর আগে উৎসব উপলক্ষে সন্ধ্যায় বান্দরবানের পুরাতন রাজবাড়ীর মাঠ থেকে মূয়রপঙ্খীর মতো একটি বিশাল রথ টেনে রাজগুরু বৌদ্ধ বিহারে উৎসর্গ করা হয়। রথে থাকা বুদ্ধমূর্তিকে পূজারিরা মোমবাতি ও ধূপকাঠি জ্বালিয়ে প্রণাম জানান এবং সুখ ও শান্তি লাভের আশায় বিভিন্ন পরিমাণ দান করেন।

 

পরে রথটি উজানীপাড়া বৌদ্ধ বিহার হয়ে আবার পুরাতন রাজবাড়ি মাঠে ফিরে আনা হয়। রাতের বেলা বিভিন্ন পাড়া ও মহল্লায় মারমা তরুণ-তরুণীরা দলবদ্ধভাবে পিঠা তৈরির উৎসবে মেতে উঠে। শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা আনন্দিত।

 

উল্লেখ্য, মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে সাঙ্গু নদীতে রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৩ তিনদিনব্যাপী প্রবারণা পূর্ণিমা।

]]>
সম্পূর্ণ পড়ুন