প্রথমবার ইউনেস্কো সাধারণ সম্মেলনের সভাপতি বাংলাদেশ

২ দিন আগে
বাংলাদেশ ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে। ইউনেস্কোর সর্বোচ্চ এই পদে এটাই প্রথমবারের মতো বাংলাদেশের নির্বাচিত হওয়া। যা সংস্থাটিতে বাংলাদেশের ৫৩ বছরের সদস্যপদের ইতিহাসে এক ঐতিহাসিক মাইলফলক।

মঙ্গলবার (৭ অক্টোবর) প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কো নির্বাহী বোর্ডের ২২২তম অধিবেশনে ভোটগ্রহণে বাংলাদেশের প্রার্থী রাষ্ট্রদূত খোন্দকার এম. তালহা ৩০–২৭ ভোটে জাপানকে পরাজিত করে সভাপতির পদে নির্বাচিত হন।

 

শুরুতে বাংলাদেশ, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়া—এই চারটি দেশ পদটির জন্য প্রার্থিতা ঘোষণা করেছিল। তবে গত সেপ্টেম্বর মাসে ভারত ও দক্ষিণ কোরিয়া তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। বাংলাদেশের ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্স, মোনাকো এবং কোত দিভোয়ারে বাংলাদেশের রাষ্ট্রদূত খোন্দকার এম. তালহা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি রোমানিয়ার রাষ্ট্রদূত সিমোনা মিরেলা মিকুলেস্কুর কাছ থেকে দায়িত্ব নেবেন আসন্ন সাধারণ সম্মেলনে। যা চলতি মাসের শেষে উজবেকিস্তানের সামারকান্দে অনুষ্ঠিত হবে।

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বাংলাদেশকে এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত করার জন্য নির্বাহী বোর্ডকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

 

অধ্যাপক ইউনূস একে “একটি ঐতিহাসিক অর্জন” হিসেবে অভিহিত করে বলেন, শিক্ষা ও সংস্কৃতি উপদেষ্টাসহ স্থায়ী মিশনের নেতৃত্বের প্রশংসা করছি, যারা বাংলাদেশের সফল প্রচারণা চালিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত।’

 

আরও পড়ুন: বিশ্বে ৮৫ শতাংশ সাংবাদিক হত্যার শাস্তি হয় না: ইউনেস্কো

 

শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার বলেন, ইউনেস্কোর সর্বোচ্চ পদে এই নির্বাচন বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও শিক্ষাক্ষেত্রে অবদানের প্রতি বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করবে। এটি এক বিরল সম্মান।

 

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ইউনেস্কোর সাম্প্রতিক অধিবেশনগুলোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। এই নতুন ভূমিকা আমাদের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণবন্ত রূপকে বিশ্বমঞ্চে তুলে ধরার এক অসাধারণ সুযোগ এনে দিয়েছে।

 

আরও পড়ুন: গাজার সাংবাদিকরা জিতলেন ইউনেস্কোর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ

 

২০২১ সালে ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূত তালহা নির্বাহী বোর্ডের সদস্যদের বাংলাদেশের নেতৃত্বের প্রতি আস্থার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

তিনি বলেন, এটি আমাদের দেশের জন্য এক ঐতিহাসিক অর্জন। বিশ্বব্যাপী বহুপাক্ষিকতার এই গুরুত্বপূর্ণ সময়ে আমি ইউনেস্কোর আদর্শ ও ম্যান্ডেট রক্ষায় সর্বাত্মকভাবে কাজ করে যাবো।
 

]]>
সম্পূর্ণ পড়ুন