প্রথম ২ ওভারে শূন্য রানে ২ উইকেট নেই বাংলাদেশের

৩ সপ্তাহ আগে
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে প্রথম ২ ওভারের একটি রানও নিতে পারেনি বাংলাদেশ। উল্টো এই দুই ওভারে দুটো উইকেট হারিয়েছে টাইগাররা। দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন ডাগআউটে ফিরেছেন শূন্য রান করে।

টস হেরে বোলিং নেয়া লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা প্রথম ওভারেই বল তুলে দেন নুয়ান থুসারার হাতে। ওই ওভারের প্রথম পাঁচটি বলই ডট দেন স্লিঙ্গা অ্যাকশনের এই বোলার। এই দুর্দান্ত বোলিংয়ের পুরস্কারটা ষষ্ঠ বলে পেয়ে যান থুসারা। লঙ্কান এই পেসারের দুর্দান্ত এক ইনসুইঙ্গারে স্ট্যাম্প উড়ে যায় তানজিদের। স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। 

 

প্রথম ওভারে বাজে শুরুটা আরও দীর্ঘায়িত হয় দ্বিতীয় ওভারে। দুশমন্থ চামিরার এই ওভারের প্রথম তিন বল ডট খেলে চতুর্থ বলে উইকেরক্ষকের হাতে ক্যাচ দেন পারভেজ হোসেন ইমন। প্রথম ২ ওভারে কোনো রান না করেই ২ উইকেট হারায় বাংলাদেশ। 
 

হাল ধরতে গিয়ে ব্যর্থ হয়েছেন তাওহীদ হৃদয়ও। পঞ্চম ওভারের প্রথম বলে চারিথ আসালঙ্কার ক্যাচ মিসে একবার লাইফ পেলেও পরের বলেই রান আউট হন হৃদয়। ৯ বলে ৮ রান করে ফেরেন হৃদয়।

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬ রান। লিটন দাসের সঙ্গে উইকেটে আছেন শেখ মেহেদী। 

 

]]>
সম্পূর্ণ পড়ুন