প্রকাশ্যে অস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভাইরাল, রাসেল-ফয়সাল বাহিনীর প্রধানসহ গ্রেফতার ৩

১ সপ্তাহে আগে
মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্ত্র চালানোর প্রশিক্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়েছে। এ ঘটনায় আলোচিত রাসেল–ফয়সাল বাহিনীর প্রধান রাসেল হাওলাদারসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগের একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতাররা হলেন: শ্রীনগরের বাঘড়া ইউনিয়নের রাসেল হাওলাদার (৩০), সাখাওয়াত বেপারি (২৮) ও তারেক খান (৩০)।


বুধবার (১৫ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ‘কিছুদিন আগে মোবাইল ফোনে ধারণ করা অবৈধ অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়। বিষয়টি পুলিশের নজরে আসার পর থেকেই ভিডিওতে থাকা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হয়।’


আরও পড়ুন: গ্রামে প্রকাশ্যে অস্ত্র প্রশিক্ষণ, ভিডিও ভাইরাল


তিনি জানান, ভাইরাল ভিডিওটির স্থান ছিল মুন্সীগঞ্জের শ্রীনগর সরকারি কলেজের পূর্ব-উত্তর কর্নারের একটি পুকুরপাড়ে।


ভিডিওতে দেখা যায়, চার যুবক হাতে পিস্তল নিয়ে গুলি চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন ও প্রশিক্ষণ নিচ্ছেন। তাদের মধ্যে দুজনের হাতে দুটি আগ্নেয়াস্ত্র ছিল। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘দামি কিন্তু এইডা, দুইডা দিয়া শট করমু।’


অন্যজন জবাব দেন, ‘দুইডা দিয়া শট করা যাইব না, একটা দিয়া শট করতে হইব। গুল্লি রেয়ার, পাওয়া যায় না।’ পরে একজন বলেন, ‘লকটা খুলে টিপ দিলেই গুলি বের হইব।’ এক পর্যায়ে একজন যুবক আকাশের দিকে গুলি চালানোর ভঙ্গি করেন। পুরো ঘটনাটি ভিডিও করে তাদের মধ্যে একজন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন বলে ধারণা করছেন পুলিশ সুপার।


আরও পড়ুন: গত আট মাসে প্রতিদিন গড়ে ১১ জনকে হত্যা


স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওতে দেখা যুবকদের মধ্যে রাসেলের বাড়ি বাঘড়া ইউনিয়নে, ফয়সালের বাড়ি কামারখোলায়, সাদা টি-শার্ট ও টুপি পরা আহিরের বাড়ি শ্রীনগর সদর ইউনিয়নের মথুরাপাড়ায় এবং কালো পাঞ্জাবি পরা অর্পণের বাড়িও মথুরাপাড়া এলাকায়।


এ বিষয়ে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, ‘গ্রেফতারদের বিষয়ে যাচাই–বাছাই চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে। ভিডিওতে থাকা অন্যদেরও গ্রেফতারে অভিযান চলছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন