বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে মিরপুরের টেলিকম ভবনে এ অ্যাপের উদ্বোধন করেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের সিইও ডা. আহমেদ আরমান সিদ্দিকীসহ অন্যরা।
সংশ্লিষ্টরা জানান, দেশের প্রতিটি নাগরিকের কাছে আধুনিক ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সুখী অ্যাপ প্রতিশ্রুতিবদ্ধ। ঘরে বসেই দেশের সেরা চিকিৎসকদের সঙ্গে টেলিমেডিসিন পরামর্শ, ল্যাব টেস্ট করানো, ঔষধের হোম ডেলিভারি, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংকের জরুরি সেবা গ্রহণ করা যাবে এই এক অ্যাপ থেকেই।
আরও পড়ুন: সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবায় স্টারকমের সঙ্গে গ্রামীণ হেলথকেয়ারের চুক্তি
গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান জানান, শহর ও গ্রামের মধ্যে স্বাস্থ্যসেবার ব্যবধান দূর করে সহজে ও সাশ্রয়ী মূল্যে প্রত্যন্ত এলাকায় সেবা পৌঁছে দেয়াই সুখীর মূল লক্ষ্য। সেবা পেতে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে সুখী অ্যাপটি ডাউনলোড করতে হবে। এছাড়া সুখী ওয়েবসাইট বা ১০৬৫৭ নাম্বারে কল করেও সেবা নেয়া যাবে।