পুলিশের জালে ১৪ মামলার পলাতক আসামি

১ সপ্তাহে আগে
অবশেষে পুলিশের হাতে ধরা পড়লো চাঁদপুরে ফরিদগঞ্জের আলোচিত মাদক কারবারি কামরুল হাসান। ১৪ মামলায় অভিযুক্ত এবং দুটিতে সাজাপ্রাপ্ত অবস্থায় পলাতক ছিলেন আলোচিত এই কামরুল হাসান।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল এলাকার চিহ্নিত মাদক কারবারি কামরুল হাসানকে (৪০) গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে বেশকিছু ইয়াবা জব্দ করে পুলিশ।


চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, আলোচিত এই মাদক কারবারির বিরুদ্ধে শুধু মাদকদ্রব্য আইনে ১৪টি মামলা রয়েছে। তারমধ্যে দুটি মামলার একটিতে দুই বছর এবং আরেকটিতে ১৪ মাসের সাজা দিয়েছেন আদালত। তাছাড়া আদালতের দণ্ডপ্রাপ্ত এই আসামি গোপন অবস্থান থেকে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তাই যেকোনো মূল্যে তাকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে।


জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান জানান, মাদক কারবারিকে ধরতে এর আগেও অভিযান চালানো হয়। কিন্তু অবস্থান বদল করে গা ঢাকা দেয়ায় তা আর সম্ভব হয়নি। তবে এবার মাদক কারবারি কামরুল হাসানের অবস্থান জানতে একাধিক সোর্স নিয়োগ করা হয়। ফলে শেষ পর্যন্ত পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।


আরও পড়ুন: জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারি আস্তানায় মিলল কোটি টাকা, ককটেল-বিস্ফোরক জব্দ


ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, উপপরিদর্শক আমজাদ আলী চৌধুরী খুব কৌশল অবলম্বন করে এবং সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে কামরুল হাসানকে উপজেলার বৈচাতরী এলাকা থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে বেশকিছু ইয়াবা জব্দ করা হয়।


এদিকে, বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের আদালতে কামরুল হাসানকে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়।


স্থানীয় বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানা গেছে, মাদককারবারি কামরুল হাসানের মাদক বেচাকেনার নেটওয়ার্ক ফরিদগঞ্জের পূর্বাঞ্চল ছাড়াও পাশের হাজীগঞ্জ ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পর্যন্ত বিস্তৃত ছিল।

]]>
সম্পূর্ণ পড়ুন