পুলিশসহ যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: আসিফ নজরুল

৩ সপ্তাহ আগে
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ও গাড়িবহরে হামলার ঘটনায় পুলিশসহ যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় রংপুর থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির স্থানীয় নেতাকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 

আসিফ নজরুল বলেন, ‘আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তারা যদি কোনো রাজনৈতিক তৎপরতা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।’

 

তিনি আরও বলেন, ‘আমরা প্রথম থেকেই বলেছি, মবের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা এখন যে পুলিশ নিয়ে কাজ করছি, সেটি সেই একই পুলিশ-যাদের আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর ধরে নিজেদের লোক দিয়ে নিয়োগ দিয়েছে। কাজেই তারা এখন শতভাগ আমাদের পক্ষে থাকবে, এমনটি ভাবা ঠিক হবে না।’

 

আরও পড়ুন: ব্লকেড উঠিয়ে নিয়ে রাজপথে অবস্থানের অনুরোধ এনসিপির

 

আওয়ামী লীগ দেশকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে গেছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, ‘সেখান থেকে নতুন করে গড়ার কাজ করছি আমরা। প্রশাসনের সব ক্ষেত্রে তাদের লোক। তাই বেগ পেতে হচ্ছে। পুলিশকে ঢেলে সাজানোর চেষ্টা চলছে। সে পর্যন্ত গোপালগঞ্জের মতো ঘটনার মোকাবিলা করতে হবে।’

 

এনসিপির সঙ্গে যা ঘটেছে, তা মূলত নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে চরম প্রতিবন্ধকতা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এহেন সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করব না। পুলিশসহ যাদেরই এর সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন