পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, গ্রামবাসীর চেষ্টায় আটক ৩

৩ দিন আগে
ঝিনাইদহে বেজপাড়া গ্রামে পুলিশ পরিচয়ে ডাকাতি করে পালানোর সময় ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে গ্রামবাসী।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, বেজপাড়া গ্রামের বজলুল করিমের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে একটি ৮ সদস্যের দল পুলিশ পরিচয়ে প্রবেশ করে। বাড়িতে তখন শুধু করিমের স্ত্রী উপস্থিত ছিলেন। ডাকাতরা মাদকদ্রব্যের অভিযান চালানোর কথা বলে বাড়িতে ঢুকে আলমারি ও শোকেজের ড্রয়ার ভেঙে ১৫-২০ ভরি স্বর্ণালংকার ও প্রায় ২০ হাজার টাকা নিয়ে যায়।

 

আরও পড়ুন: গ্রাহকদের স্বর্ণ আত্মসাৎ করতে নিজের দোকানেই ডাকাতি করান ব্যবসায়ী!

 

পরে ওই নারীর চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে ডাকাতদের আটকানোর চেষ্টা করে। গ্রামের বিভিন্ন স্থানে পালিয়ে থাকা অবস্থায় ডাকাতদলের তিন সদস্যকে আটক করে গ্রামবাসী। পরে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে ডাকাত দলের তিন সদস্যকে থানায় নিয়ে যায়।

 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তিন ডাকাত সদস্যকে থানায় নিয়ে আসে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাকি সদস্যদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

]]>
সম্পূর্ণ পড়ুন