পুমার সঙ্গে ১ বিলিয়ন পাউন্ডের চুক্তি ম্যানসিটির

৩ সপ্তাহ আগে
আগামী ১০ বছরের জন্য স্পোর্টসওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমার সঙ্গে ১ বিলিয়ন পাউন্ডের নতুন কিট চুক্তি স্বাক্ষর করেছে ম্যানচেস্টার সিটি। এ চুক্তি আগামী ২০৩৫ সাল পর্যন্ত চলমান থাকবে।

২০১৯ সালে শুরু হওয়া আগের চুক্তিটি ছিল বছরে ৬৫ মিলিয়ন পাউন্ডের, যা চলমান ছিল ২০২৯ সাল পর্যন্ত। নতুন এই চুক্তির মাধ্যমে শুধু ইংল্যান্ডেই নয়। পুরো প্রিমিয়ার লিগে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় স্পনসরশিপ চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।


২০২৩ সালের জুলাইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাডিডাসের সঙ্গে ১০ বছর মেয়াদি ৯০০ মিলিয়ন পাউন্ডের চুক্তি করেছিল। কিছুদিন আগে লিভারপুলও অ্যাডিডাসের সঙ্গে প্রতি মৌসুমে আনুমানিক ৬০ মিলিয়ন পাউন্ডের নতুন চুক্তি করে। কিন্তু পুমার সঙ্গে সিটির এই চুক্তি সবকিছু ছাপিয়ে গেছে।


আরও পড়ুন: মোটা অঙ্কের বোনাস পাচ্ছেন চেলসির প্রত্যেক খেলোয়াড় 
 

It's in our DNA 🧬 @pumafootball pic.twitter.com/2f2adIyZ27

— Manchester City (@ManCity) July 15, 2025



সিটি ফুটবল গ্রুপের প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানো বলেছেন, 'আমরা পুমার সঙ্গে হাত মিলিয়েছিলাম নিজেদের সীমা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে। গত ছয় মৌসুমে আমরা সেটার চেয়েও বেশি কিছু অর্জন করেছি। আজকের এই চুক্তি আমাদের সম্পর্ককে আরও গভীর ও ভবিষ্যতের দিক থেকে আরও শক্তিশালী করবে।'


২০১৯ সালে পুমার সঙ্গে চুক্তির পর পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটি চারটি প্রিমিয়ার লিগ শিরোপা এবং একটি ঐতিহাসিক ট্রেবল (প্রিমিয়ার লিগ, এফএ কাপ, ও চ্যাম্পিয়নস লিগ) জিতেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন