দ্য এক্সপ্রেস ইউএস–এর এক প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর দিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, বিদেশি শক্তিগুলো যেন রুশ প্রেসিডেন্টের স্বাস্থ্য–সম্পর্কিত কোনো তথ্য সংগ্রহ করতে না পারে (মল থেকে), সেজন্য এ ধরনের নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছিল। পুতিন বিদেশ সফরে গেলে দেহরক্ষীরা তার মলমূত্র সংগ্রহ করে রাশিয়ায় নিয়ে যায় বলে দাবি এক্সপ্রেস ইউএস’র।
ফ্রান্সের সাময়িকী প্যারিস ম্যাচের অনুসন্ধানী সাংবাদিক রেজিস জেন্টে ও মিখাইল রুবিনকে উদ্ধৃত করে দ্য এক্সপ্রেস ইউএস জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্টের ফেডারেল প্রোটেকশন সার্ভিসের (এফপিএস) সদস্যরা পুতিনের মলমূত্র বিশেষ ব্যাগে সংগ্রহ করে নির্দিষ্ট ব্রিফকেসে বহন করেন।
আরও পড়ুন: ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মোদিকে পুতিনের ফোন!
প্রতিবেদন অনুযায়ী, কয়েক বছর ধরে এই ব্যবস্থা চালু রয়েছে। ২০১৭ সালের মে মাসে পুতিনের ফ্রান্স সফরের সময়ও এ ব্যবস্থা নেয়া হয়েছিল। ধারণা করা হয়, বিদেশি শক্তিগুলো যেন পুতিনের দেহবর্জ্যের নমুনা সংগ্রহ করতে না পারে এবং তার স্বাস্থ্যবিষয়ক কোনো তথ্য না পায়, সেজন্যই এ ধরনের ব্যবস্থা।
সাংবাদিক ফরিদা রুস্তামোভা জানিয়েছেন, পুতিনের ভিয়েনা সফরের সময়ও একই ধরনের ব্যবস্থা নেয়া হয়েছিল। ওই সফরে তিনি একটি বহনযোগ্য টয়লেট ব্যবহার করেছিলেন।
সূত্র: এনডিটিভি
]]>