পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন ট্রাম্প

৯ ঘন্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন শুরু করেছেন। সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সাথে আলোচনার পর এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, হোয়াইট হাউসে ইউরোপীয় এবং ইউক্রেনের জেলেনস্কির সাথে খুব ভালো বৈঠকের পর তিনি পুতিনের সাথে ফোনে কথা বলেছেন। বৈঠকে যা আলোচনা হয়েছে সে সম্পর্কে পুতিনকে অবহিত করেছেন বলেও জানান ট্রাম্প। এর আগে গত শুক্রবার আলাস্কায় পুতিনের সাথে বৈঠক করেন ট্রাম্প।

 

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছেন, ‘আলোচনার শেষে আমি পুতিনকে ফোন করেছি এবং পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি নির্দিষ্ট স্থানে বৈঠকের কাজ শুরু করেছি।’

 

আরও পড়ুন:হোয়াইট হাউসে বৈঠকের মাঝপথে পুতিনকে ফোন করলেন ট্রাম্প

 

এদিকে, পুতিন ট্রাম্পকে বলেছেন, তিনি জেলেনস্কির সাথে দেখা করতে প্রস্তুত।


জেলেনস্কির সাথে ট্রাম্পের সোমবারের বৈঠকের পর  মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি রাশিয়ার সাথে একটি শান্তি চুক্তির অংশ হিসাবে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করেছেন, যেখানে ইউরোপ নেতৃত্ব দেবে এবং ওয়াশিংটনের সাথে সমন্বয় করবে।

 

তিনি জেলেনস্কিকে বলেন, রাশিয়ার যুদ্ধ শেষ করার জন্য যেকোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে যুক্তরাষ্ট্র সাহায্য করবে, তবে প্রতিশ্রুত সহায়তার পরিমাণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

 

জেলেনস্কি এই প্রতিশ্রুতিকে একটি বড় পদক্ষেপ বলে প্রশংসা করেন। 

 

আরও পড়ুন:ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প


ট্রাম্প আগে বলেছিলেন যে, পুতিন ইউক্রেনের জন্য পশ্চিমা নিরাপত্তা নিশ্চয়তা দিতে সম্মত হয়েছেন, যদিও রাশিয়ান নেতা কিয়েভের ন্যাটো জোটে যোগদানের দীর্ঘ দিনের স্বপ্নকে উড়িয়ে দিয়েছেন।

 

সূত্র: এনডিটিভি

 

 

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন