বৃহস্পতিবার (১৫ মে) প্রেসিডেন্ট ট্রাম্পের বিমান এয়ার ফোর্স ওয়ানে থাকা বিবিসির নর্থ আমেরিকান করেসপন্ডেন্ট তাকে জিজ্ঞাসা করেছিলেন, রাশিয়া তুরস্কে যে পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে তাতে তিনি কি হতাশ?
জবাবে ট্রাম্প বলেন, ‘দেখুন, পুতিন আর আমি একসাথে না হওয়া পর্যন্ত কিছুই ঘটবে না। ঠিক আছে?’
তিনি আরও বলেন, ‘এবং অবশ্যই তিনি (পুতিন) যাবেন না। তিনি যাবেন, কিন্তু তিনি ভেবেছিলেন যে আমি যাব।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি যদি সেখানে না থাকি তাহলে তিনি যাবেন না। আমি বিশ্বাস করি না যে কিছু ঘটবে যতক্ষণ পর্যন্ত তিনি ও আমি একসাথে হই। আপনি পছন্দ করুন বা না করুন। কিন্তু আমাদের এটা সমাধান করতে হবে কারণ অনেক মানুষ মারা যাচ্ছে।’
আরও পড়ুন: ইউক্রেনের সঙ্গে আলোচনায় থাকছেন না পুতিন, পাঠাচ্ছেন প্রতিনিধি
প্রায় তিন বছর ধরে যুদ্ধ বন্ধে সম্প্রতি ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট এ প্রস্তাবে রাজি হলে আলোচনার স্থান হিসেবে বেছে নেয়া হয় তুরস্কের ইস্তাম্বুল। বৃহস্পতিবার (১৫ মে) কাঙ্ক্ষিত বৈঠকটি হওয়ার কথা। তবে নিজে প্রস্তাব দিয়ে নিজেই আলোচনায় থাকছেন না রুশ প্রেসিডেন্ট।
ক্রেমলিন জানিয়েছে, তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে বৈঠকে নিজে উপস্থিত থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের পরিবর্তে আলোচনায় প্রতিনিধিত্ব করবেন তার উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি।
আরও পড়ুন: পুতিন বৈঠকে না বসলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা, হুমকি ম্যাক্রোঁর
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠক শেষে আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া শান্তি আলোচনাকে 'গুরুত্ব সহকারে' নিচ্ছে না। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব দিয়েছিলেন দুই দেশের নেতাদের আলোচনায় বসা উচিত। তুরস্কের সংলাপে রাশিয়া ‘নিম্ন-পর্যায়ের প্রতিনিধিদল পাঠিয়েছে বলে জেলেনস্কি অভিযোগ করেন।
]]>