লিগ ওয়ান জেতা কাভারেতস্খেলিয়া নাপোলি থেকে গত জানুয়ারিতে ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে নাম লিখিয়েছিলেন। মাঝমৌসুমে দলবদলের আগে নাপোলির হয়ে ১৯টি ম্যাচ খেলেন তিনি, লিগের ক্ষেত্রে সংখ্যাটি ১৭। নাপোলি গত পরশু ইতালিয়ান সিরি আ জিতেছে, ফলে পিএসজিতে থাকলেও কাভারেতস্খেলিয়ার নামের পাশেও ট্রফিটি যুক্ত হচ্ছে। অনন্য কীর্তিতে তিনি পদক পাওয়ারও যোগ্য।
নাপোলির হয়ে দ্বিতীয়বার লিগ জয়ে জর্জিয়ান ফুটবলার ৫টি গোলের পাশাপাশি করেছেন ৩টিতে সহায়তা। ২০২২-২৩ মৌসুমে প্রথমবার নাপোলির হয়ে লিগ জিতেন তিনি। ওই মৌসুমে ১২ গোলের পাশাপাশি করেছিলেন ১৩টি অ্যাসিস্ট। এরপরই তরতর করে ইউরোপের বাজারে তার দাম বাড়ে।
আরও পড়ুন: মদ্রিচ ক্লাব বিশ্বকাপে খেলবেন
কাভারেতস্খেলিয়ার শিরোপার সংখ্যা বেড়েই যাচ্ছে। আজ তিনি পিএসজির হয়ে জিতেছেন ফ্রেঞ্চ কাপের শিরোপা। ফাইনালে রেমসকে ৩-০ গোলে হারিয়েছে। এছাড়া তার সামনে আছে চ্যাম্পিয়ন্স লিগের হাতছানি।
পিএসজি আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে। এ যাত্রায় কাভারেতস্খেলিয়া ৮ ম্যাচে ২ গোলের পাশাপাশি ২ গোলে অ্যাসিস্ট করেছেন। আগামী ৩১ মে তার দল ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে।