পিচিচি ট্রফি একপ্রকার নিশ্চিত, এমবাপ্পে জিততে চলেছেন গোল্ডেন বুটও

৫ ঘন্টা আগে
রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক মৌসুমটা ট্রফিশূন্যই কাটাতে হলো কিলিয়ান এমবাপ্পেকে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন এ ফরাসি তারকা। লা লিগায় সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় শীর্ষে থাকায় পিচিচি ট্রফি একপ্রকার নিশ্চিত, জিততে চলেছেন ইউরোপিয়ান গোল্ডেন বুটও।

লা লিগায় শনিবার (২৪ মে) রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচটি খেলেছেন এমবাপ্পে। করেছেন জোড়া গোল। তাতে তার গোল সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩১। রিয়াল মাদ্রিদের ইতিহাসে অভিষেক মৌসুমে ৩০ বা তার বেশি গোলের রেকর্ডটা এখন এমবাপ্পের দখলে। শুধু তাই নয়, ২০২০-২১ মৌসুমে লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর লা লিগায় এটিই কারও ৩০ বা তার বেশি গোলের রেকর্ড।

 

একইসঙ্গে তিনি লা লিগার চলতি মৌসুমে সর্বোচ্চ গোলস্কোরারের পুরস্কার পিচিচি ট্রফিও একপ্রকার নিশ্চিত করে ফেলেছেন। কারণ দুইয়ে থাকা বার্সেলোনার ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কির গোল সংখ্যা ২৫। এমবাপ্পেকে ছাড়িয়ে যেতে হলে শেষ ম্যাচে তাকে করতে হবে ৭ গোল। যা একপ্রকার অসম্ভব।

 

অন্যদিকে ইউরোপিয়ান গোল্ডের বুটের দৌড়েও এখন সবার শীর্ষে এমবাপ্পে। প্রতি মৌসুমে ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে শীর্ষ গোলদাতাকে ‘গোল্ডেন বুট’ পুরস্কার দিয়ে থাকে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া লে’কুইপে।

 

আরও পড়ুন: কাভারেতস্খেলিয়ার এক মৌসুমে দুই দেশের লিগ জেতার অনন্য কীর্তি

 

নিয়মানুযায়ী,  উয়েফা কো–ইফিসিয়েন্ট তালিকায় শীর্ষ ৫ লিগে করা প্রতিটি গোলের জন্য ২ পয়েন্ট করে দেওয়া হয়। এরপর ৬ থেকে ২২ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের লিগে প্রতিটি গোলের জন্য দেয়া হয় ১.৫ পয়েন্ট করে। এর বাইরের লিগগুলোয় প্রতিটি গোলের মান ১ পয়েন্ট। ফলে শীর্ষ পাঁচ লিগ থেকেই গোল্ডেন শু জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।

 

৩৩ ম্যাচ ৩৯ গোল করে এতদিন ‘গোল্ডেন বুট’ জেতার দৌড়ে সবার উপরে ছিলেন পর্তুগাল লিগের দল স্পোর্তিং সিপি। পর্তুগিজ প্রিমেরা লিগা র‍্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে থাকায় প্রতিটি গোলের জন্য তিনি পেয়েছেন ১.৫ পয়েন্ট করে। তাতে তার পয়েন্ট ৫৮.৫। তবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জোড়া গোল করার পর তাকে পেছনে ফেলেছেন এমবাপ্পে। শীর্ষ পাঁচ লিগের মধ্যে থাকায় ৩১ গোল থেকে তার পয়েন্ট দাঁড়িয়েছে ৬২।

 

ফরাসি তারকাকে পেছনে ফেলা বাকিদের পক্ষে একপ্রকার অসম্ভব। ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৮ গোল করা মোহামেদ সালাহকে শেষ ম্যাচে করতে হবে ৪ গোল। লা লিগায় লেভানদোভস্কিকে করতে হবে ৭ গোল।

 

অন্যদিকে বুন্দেসলিগা, সিরি আ ও লিগ ওয়ানের মৌসুম শেষ হয়ে যাওয়ায় ওই লিগগুলো থেকে এমবাপ্পেকে পেছনে ফেলা সম্ভব নয়।

 

আরও পড়ুন: মদ্রিচ ক্লাব বিশ্বকাপে খেলবেন

 

ফলে রিয়ালের হয়ে ট্রফি শূন্য মৌসুম কাটালেও ব্যক্তিগত অর্জনে দারুণ দুটি পুরস্কার পকেটে পুরার অপেক্ষায় আছেন এমবাপ্পে। প্রথমবার পিচিচি’র পাশাপাশি জিতবেন ইউরোপিয়ান গোল্ডেন বুট।

 

রেকর্ড ৬টি ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ ৪টি জিতেছেন রোনালদো।


 

]]>
সম্পূর্ণ পড়ুন