পার্থে এবারের অ্যাশেজ শুরুর আগের দিন (বৃহস্পতিবার) একাদশ ঘোষণা করেছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। অপ্টাস স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে এই টেস্টে দুই নতুন খেলোয়াড়ের অভিষেক ঘটাতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ফাস্ট বোলার ব্রেন্ডন ডগেট ও ওপেনার জ্যাক ওয়াদারাল্ডের অভিষেক হতে যাচ্ছে এই ম্যাচে।
হ্যাজেলউড ইনজুরিতে পড়ায় ডগেটের অভিষেক অনেকটা অনুমিতই ছিল। অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইতিহাসে তৃতীয় 'অ্যাবরিজিনাল' ক্রিকেটার হিসেবে টেস্ট খেলতে যাচ্ছেন ডগেট। এর আগে আদিবাসী জনগোষ্ঠী থেকে জেসন গিলেস্পি ও স্কট বোল্যান্ড অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছেন। বোল্যান্ড ও স্টার্কের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে অজি বোলিং আক্রমণের অংশ হবেন এই ৩২ বছর বয়সী।
পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে চমক আছে আরও। অলরাউন্ডার বিউ ওয়েবস্টার বাদ পড়েছেন একাদশ থেকে। তিন নম্বরে ফিরেছেন মার্নাস লাবুশেন, শীর্ষ ছয়ের মধ্যে ফিরেছেন ক্যামেরন গ্রিনও।
আরও পড়ুন: পিসিবির সঙ্গে সম্পর্কের ইতি টানলেন আজহার আলি
গত জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর দল থেকে বাদ পড়েছিলেন লাবুশেন। ক্যারিবিয়ানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলা হয়নি টেস্টের এই সাবেক নম্বর ওয়ানের।
বাদ পড়ার পর শেফিল্ড শিল্ডে ফিরে রানের বন্যা বইয়ে দিয়ে অ্যাশেজের স্কোয়াডে ডাক পেয়েছিলেন লাবুশেন। পার্থে তিন নম্বরে তিনিই অজিদের ভরসা।
আরও পড়ুন: লিটনের শতকের পর লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
২০১৯ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়া এক টেস্টে দুই খেলোয়াড়ের অভিষেক ঘটাচ্ছে। আর অ্যাশেজের হিসেব করতে গেলে পেছাতে হবে আরও। ২০১১ এর অ্যাশেজে শেষবার এক টেস্টে দুই খেলোয়াড়ের অভিষেক হয় অজিদের হয়ে।
পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ: জ্যাক ওয়াদারাল্ড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লায়ন, ব্রেন্ডন ডগেট ও স্কট বোল্যান্ড।

১ সপ্তাহে আগে
৫






Bengali (BD) ·
English (US) ·