সংবাদমাধ্যম আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে, মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ বলেছেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোনো পক্ষেরই উপকারে আসবে না। আলোচনার মাধ্যমে চ্যালেঞ্জগুলো সমাধানের ওপর জোর দিয়েছেন তিনি।
মুজাহিদ বলেন, ‘আফগানিস্তান এবং পাকিস্তান প্রতিবেশী দেশ। তাদের মধ্যে উত্তেজনা কারও উপকারে আসে না। সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং সুপ্রতিবেশী নীতির ওপর প্রতিষ্ঠিত হওয়া উচিত।’
দুই দেশের মধ্যে দোহা চুক্তির কথা উল্লেখ করে তিনি জানান, তুরস্কে আসন্ন বৈঠকে চুক্তিটি বাস্তবায়ন ও পর্যবেক্ষণের প্রক্রিয়াগুলোর ওপর আলোকপাত করা হবে।
আরও পড়ুন: সামান্য উসকানিতেও ‘চূড়ান্ত জবাব’ দেয়া হবে, হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের
মুজাহিদ জোর দিয়ে বলেন, সব পক্ষকে চুক্তির প্রতিটি ধারার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন,
কাবুল শর্তাবলীর প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তান যদি তার বাধ্যবাধকতা পূরণ না করে, তাহলে এটি সমস্যা তৈরি করবে।
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনায় ভারতের কথিত ভূমিকা সম্পর্কে এক প্রশ্নের জবাবে, আফগান প্রতিরক্ষামন্ত্রী অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
তিনি বলেন,
এসব অভিযোগ ভিত্তিহীন। অন্য দেশের বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহার কখনো আমাদের নীতির অংশ হবে না। আমরা একটি স্বাধীন জাতি হিসেবে ভারতের সাথে সম্পর্ক বজায় রাখি এবং আমাদের জাতীয় স্বার্থের কাঠামোর মধ্যে সেই সম্পর্ক আরও শক্তিশালী করব। একই সাথে, আমরা পাকিস্তানের সাথে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখব।
‘আমাদের লক্ষ্য সম্পর্ক সম্প্রসারণ করা, উত্তেজনা তৈরি করা নয়। পাকিস্তানের অভিযোগ ভিত্তিহীন, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য’, যোগ করেন আফগান প্রতিরক্ষামন্ত্রী।
সূত্র: টোলো নিউজ

২ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·