শনিবার (৪ অক্টোবর) নিরাপত্তা সূত্রের বরাতে জিও টিভি জানিয়েছে, ভারতীয় প্রক্সি বাহিনীর সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। ওই সময় ১৪ সন্ত্রাসী নিহত ও ২০ জন আহত হয়। খুজদারের জেহরি এলাকার বাসিন্দারা এই অভিযান এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেছেন।
এর আগে গত সপ্তাহে বেলুচিস্তানের সেরানি বিভাগে অভিযান চালায় পাক সেনাবাহিনী। অভিযানে সাত সন্ত্রাসী নিহত হয়। ওই অভিযানের পর পাকিস্তানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, সেরানিতে ফিতনা আল খারিজি বা তেহরিক-ই-পাকিস্তানের সদস্যদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে সাতজন নিহত হয়।
আরও পড়ুন: প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে জাপান
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিসের তথ্য অনুযায়ী ২০২৫ সালের তৃতীয় ত্রৈমাসিকে পাকিস্তানে সহিংসতা ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী দুই প্রদেশ খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তানে সবচেয়ে বেশি সহিংসতা দেখা গেছে। তৃতীয় ত্রৈমাসিকে যেসব সহিংসতা হয়েছে তার ৪৬ শতাংশই হয়েছে এ দুটি প্রদেশে।
]]>