রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আর্ন্তজাতিক স্টেডিয়ামে দু'দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়।
ভারত-পাকিস্তান। এ দুটি নামই যথেষ্ট বিশ্ব ক্রিকেটকে নাড়া দিতে। নানা গুঞ্জন আর অনিশ্চয়তা শেষে এবার এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দী। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে লড়াই শুরুর আগেই সাবেক ক্রিকেটার কিংবা সমর্থক, সবার মধ্যেই উত্তেজনাও তুঙ্গে।
এশিয়া কাপের মঞ্চে এ পর্যন্ত বেশ কয়েকবারই হাইভোল্টেজ ম্যাচ উপহার দিয়েছে দু'দল। এই টুর্নামেন্টে দুবাইয়ের মাঠে সবশেষ লড়াই হয় ২০২২ সালে, সেই আসরে সুপার ফোরে ভারতকে হারিয়ে ফাইনালের পথ সহজ করেছিল পাকিস্তান। আবারও সেই একই মাঠে নতুন ইতিহাস রচনা গড়তে যাচ্ছে দু'দল।
তবে, পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ভারতকেই এগিয়ে রাখতে হবে। টি–টোয়েন্টিতে দুই দল মুখোমুখি হয়েছে মোট ১৩ বার। ভারত জিতেছে ১০টিতে, পাকিস্তানের নামের পাশে জয় মাত্র ৩টি। ভিন্ন ফরম্যাট হলেও কদিন আগে এই মাঠ থেকে পাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা টিম ইন্ডিয়াকে যোগাবে বাড়তি আত্মবিশ্বাস। এছাড়া আরব আমিরাতের বিপক্ষে বড় জয়ে মেন ইন ব্লু এবারে আসর শুরুও করেছে দুর্দান্ত। এ ম্যাচে ভারতের জয়ের ব্যাপারে বড় কথা বললেও, টিম ইন্ডিয়া কোচ বেশ সমীহ করছে পাকিস্তানকে।
ভারতের সহকারী কোচ রায়ান টেন ডাসকার্ট বলেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান এখন পরিণত হয়েছে। আগের বারের চেয়ে এ ম্যাচের চ্যালেঞ্জটা একটু আলাদাই হবে।আমাদের সাবধান থাকতে হবে।তবে, আমরা কিভাবে খেলব সেটা গুরুত্বপূর্ণ। আবারো বলছি আমাদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে।’
আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচের আগে আবহ এবার একেবারে ভিন্ন
অন্যদিকে, এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানও পেয়েছে ৯৩ রানের বড় জয়। এই আসরে সেরা দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম-রিজওয়ানকে ছাড়াই লড়ছে মেন ইন গ্রিন। নানা চড়াই উতরাই পেরিয়ে দলটাকে সু'সময়ের ফেরানোর চেষ্টা করছেন হেড কোচ মাইক হেসন। তবে, কতটা সফল হলেন তার প্রমাণ দিতে হবে এশিয়া কাপে ভারতের বিপক্ষে এই ম্যাচে। অতীত ভুলে সামনে এগুতে চায় দলটা।
পাকিস্তানি ব্যাটার সায়ম আইয়ুব বলেন, ‘গত তিন চার মাস ধরে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বার্তা এসেছে অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া। ভবিষ্যতে কি হবে সেটা না ভেবে ম্যাচ বাই ম্যাচ ফোকাস করা। আমরা সেটাই করছি। এ ম্যাচ চ্যালেঞ্জিং আমরাও সেভাবে প্রস্তুত হচ্ছি।
আরও পড়ুন: সুপার ফোরের আশা আছে, ট্রফি জিততেই এসেছি: জাকের
তবে, দুবাইয়ের এই ভেন্যু দু'দলের কাছেই চ্যালেঞ্জিং। এখন পর্যন্ত এখানে টি–টোয়েন্টি ম্যাচ হয়েছে ১১২টি। প্রথম ইনিংসের গড় রান ১৩৯, দ্বিতীয় ইনিংসে তা ১২৩। সর্বোচ্চ রান ২১২, আর সবচেয়ে কম স্কোর ৫৫ রান। এ ম্যাচে টসও হতে পারে এক্স ফেক্টর। পরিসংখ্যান বলছে এখানে আগে ব্যাট করা দল জয় পেয়েছে ৫২ বার আর টার্গেটে ব্যাট করা দল জয় পেয়েছে ৫৯ বার।
]]>