৭ উইকেটে হারার পর মাঠেই দাঁড়িয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা ও তার সতীর্থরা। দাঁড়িয়ে ছিলেন এই আশায় যে, ভারতের ওই দুই ক্রিকেটার ম্যাচ শেষ হওয়ার আনুষ্ঠানিকতার অংশ হিসেবে হ্যান্ডশেক করবে। কিন্তু সুফিয়ান মুকিমের বলে ছক্কা মেরে ভারতকে ম্যাচ জেতানোর পর শিভম দুবেকে নিয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন সূর্যকুমার যাদব। হাঁটতে হাঁটতে নিজেদের দলের সদস্যদের সঙ্গে হ্যান্ডশেক করেন তিনি। এরপর ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেওয়া হয়।
সূর্যকুমার হ্যান্ডশেক না করার কারণ জানিয়েছেন। তার মতে, টিম ইন্ডিয়া পহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধার অংশ হিসেবে স্পোর্টসম্যানশিপ মানেনি। দলপতি বলেন, ‘আমার মনে হয় জীবনের কিছু বিষয় স্পোর্টসম্যানশিপের স্পিরিটের চেয়েও এগিয়ে।’
আরও পড়ুন: এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেলো ভারত
সূর্যকুমার যোগ করেন, ‘বলেছি যে আমরা পহেলগাম সন্ত্রাসী হামলার সকল ক্ষতিগ্রস্থ ও তাদের পরিবারের সঙ্গে আছি। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। এই জয়টি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করছি, যারা অপারেশন সিন্দুরে অংশ নিয়েছিল।’
অপ্রত্যাশিত ঘটনার ক্ষোভে পাকিস্তান অধিনায়ক পরে ম্যাচ প্রেজেন্টেশনের আনুষ্ঠানিকতায় উপস্থিতই হননি। তা জানিয়ে কোচ মাইক হেসন বলেছেন, ‘ম্যাচ শেষে আমাদের খেলোয়াড়রা হ্যান্ডশেক করতে চেয়েছিল। তারা দাঁড়িয়ে ছিল, কিন্তু ভারতের খেলোয়াড়রা চলে গেল ড্রেসিংরুমে। সত্যিই আমরা হ্যান্ডশেক করতে চেয়েছিলাম।’