কলম্বোতে বুধবার (১৬ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৪ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। ১৭ বলে ২৩ রানে অপরাজিত রয়েছেন পাথুম নিশাঙ্কা। তাকে সঙ্গ দিতে ক্রিজে এসেছে চারিথ আসালাঙ্কা।
তিন ম্যাচের সিরিজে দুদলের ১-১ সমতা। শেষ ম্যাচটি তাই পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কানরা।
সিরিজ জয়ের লক্ষ্যে বল হাতে শুরু থেকেই আগ্রাসী ছিল বাংলাদেশি বোলাররা। দুই বাউন্ডারিতে প্রথম পাঁচ বলে ১৪ রান খরচ দিলেও শেষ বলে উইকেট নিয়ে দলকে লড়াইয়ে ফেরান পেসার শরিফুল ইসলাম। ফ্লিক করতে গিয়ে স্কয়ার লেগে দাঁড়ানো তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৪ বলে ৬ রান করা মেন্ডিস।
পরের ওভারে এসে উইকেট তুলে নেন শেখ মেহেদী হাসান। দ্বিতীয় ওভার করতে এসে প্রথম ৪ বলে ৫ রান দেওয়ার পর তার করা পঞ্চম বলে স্লিপে দাঁড়ানো তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন কুশল পেরেরা।
আরও পড়ুন: এশিয়া কাপের আগেই কমপ্লিট দল চান ফাহিম
তৃতীয় উইকেটটিও দ্রুত ফেরানোর সুযোগ ছিল টাইগারদের। তবে একে একে তিনটি সুযোগ হাতছাড়া করে লিটন বাহিনী। শুরুটা হয়েছিল দ্বিতীয় ওভারের শেষ বলে। রান আউটের আবেদন ছিল। যদিও স্টাম্প ভাঙার আগেই পৌঁছে গিয়েছিলেন নিশাঙ্কা। এরপর তৃতীয় ওভারে আক্রমণে আসা শরিফুলের তৃতীয় বলে মিড উইকেটের ওপর দিয়ে তুলে মেরেছিলেন নিশাঙ্কা। বৃত্তের ভেতর থেকে উল্টো দিকে অনেকটা দৌড়ে গেলেও শেষ পর্যন্ত বল ধরতে পারেননি তানজিম হানান সাকিব। ১৪ রানে জীবন পান মারকুটে এ ব্যাটার। এক বল পর শর্ট থার্ডম্যানে ঝাঁপিয়েও বল হাতে রাখতে পারেননি মোস্তাফিজুর রহমান।
শেষমেশ বাংলাদেশকে তৃতীয় উইকেটটি এনে দেন শেখ মেহেদী। তার দ্বিতীয় শিকার দিনেশ চান্ডিমাল। পঞ্চম ওভারে করা তার তৃতীয় বলটি তুলে মারতে গিয়ে টপ এজ হয়ে জাকের আলীর হাতে ধরা পড়েন। তবে একপাশে ৩ উইকেট পড়লেও অন্যপ্রান্তে আধিপত্য করে শ্রীলঙ্কাকে লড়াইয়ে রাখছেন নিশাঙ্কা।
সিরিজ নির্ধারণী এ ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচে দলে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজ বাদ পড়েছেন। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব ও সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান।
আরও পড়ুন: ভারত না আসায় আগস্টে অন্য দল নিয়ে সিরিজ আয়োজনের পরিকল্পনা বিসিবির
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব।
]]>