সাবেক ভারতীয় ক্রিকেটার নিখিল চোপড়া পাকিস্তানের নবীন দল নিয়ে সাহসী মন্তব্য করেছেন। চোপড়া পাকিস্তানের বর্তমান টি-টোয়েন্টি দল ও নব্বইয়ের দশকের সেই আইকনিক দলের মধ্যে আকাশ-পাতাল ফারাক দেখছেন। তার মতে, আজকের পাকিস্তানি ক্রিকেটাররা সেই জনপ্রিয়তা অর্জন করতে পারছেন না যা তাদের পূর্বসূরিরা একসময় ভোগ করতেন।
ভারতের হয়ে একটি টেস্ট ও ৩৯টি ওয়ানডে খেলা চোপড়া এনডিটিভিকে বলেন, 'পাকিস্তান দলকে অসম্মান করার কোনো মানে নেই, কিন্তু যদি আপনি তাদের দল দেখেন এবং রাস্তায় কোনো শিশুকে জিজ্ঞেস করেন শীর্ষ তিন বা চারজন খেলোয়াড়ের নাম বলতে, অনেকেই নাম জানবে না। এমনকি কিছু অন্ধভক্ত টি-টোয়েন্টি সমর্থকও হয়তো জানবে না। কিন্তু যদি তাদের ’৯০-এর দশকের পাকিস্তানি নায়কদের নাম জিজ্ঞেস করেন, তারা অবশ্যই বলতে পারবে।'
সাবেক এই ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার ভারতের স্কোয়াডের ভূয়সী প্রশংসা করেন। তার মতে, ভারতের প্রতিটি ক্রিকেটারই ম্যাচ উইনার, যা আইপিএলে তাদের পারফরম্যান্স থেকেই প্রমাণিত। তিনি আরও উল্লেখ করেন, যশস্বী জয়সওয়ালের মতো প্রতিভাবান ব্যাটারকেও দলে সুযোগ দেওয়া যায়নি, যা নির্বাচকদের কঠিন সিদ্ধান্তের দিকটি স্পষ্ট করে।
আরও পড়ুন: কোহলি না থাকায় পাকিস্তানের বোলাররা স্বস্তিতে: গাভাস্কার
তিনি যোগ করেন, 'পার্থক্য হলো, ভারতের একাদশ বা পনেরো জনের দল যেভাবেই দেখুন না কেন, সেখানে রয়েছে ম্যাচ উইনার, অভিজ্ঞ খেলোয়াড় ও বিশ্বমানের তারকারা। ভারতীয় দলকে আপনি আইপিএল বা টি-টোয়েন্টি পারফরম্যান্সের দিক থেকে দেখলেও দেখবেন প্রতিভায় ভরপুর। যশস্বী জয়সওয়ালের মতো একজনও যখন সেরা পনেরোতে সুযোগ পাচ্ছেন না, তখন বোঝা যায় অজিত আগারকার ও টিম ম্যানেজমেন্টের জন্য এটি কত বড় এক ‘মধুর মাথাব্যথা’।'

এশিয়া কাপে ভারতের শুরুটা হয়েছে দুর্দান্ত। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেট ও ৯৩ বল হাতে রেখে হারিয়েছে। আগে ব্যাট করা আমিরাতকে ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানে গুটিয়ে দেয় ভারত। কুলদীপ যাদব চারটি উইকেট নেন, শিভম দুবে ঝুলিতে ভরেন তিনটি। ব্যাট হাতে অভিষেক শর্মা ও সহ-অধিনায়ক শুবমান গিল শুরু থেকেই ধ্বংসযজ্ঞ চালান। মাত্র একটি উইকেট হারিয়ে ভারত ৪.৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে।