পটুয়াখালীতে ইজারা নিয়ে দুগ্রুপের সংঘর্ষ: পুলিশের ৫ সদস্য আহত, আটক ৩

১ দিন আগে
পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় মফিজুল নামের এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে পুলিশ আমিনুল হক চৌধুরী (৪৫), পলাশ হাওলাদার (২৫) ও রমজান আলী (৬৫) নামের তিনজনকে আটক করেছে।

 

এর আগে বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

 

আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই জহির, এসআই আবদুর রহমান, কনস্টেবল মহিবুল্লাহ, মো. রানা ও সাইফুল ইসলাম। তাদের পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

আরও পড়ুন: পটুয়াখালীতে ক্যাম্পে ঘুমন্ত র‌্যাব সদস্যের মৃত্যু

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পালপাড়া বাজারের ইজারা নিয়ে পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার সোহাগ মাঝি ও তার সহযোগীরা স্থানীয় বিএনপি নেতা মফিজুলকে দা ও ছোরা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

 

খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে ৫ পুলিশ সদস্য আহত হন। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের মধ্যে পূর্বের কোন্দল থেকে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয়। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন