পটুয়াখালীতে এনসিপি নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি পালন

৩ সপ্তাহ আগে
২৪ শে গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের ওপর গোপালগঞ্জে অতর্কিত হামলা এবং এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী জেলার এলসিপির নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) রাত ৮টায় শহরের তিতাস সিনেমাহলের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার মোড়ে গিয়ে শেষ হয়।


এ সময় বিক্ষোভকারীরা বলেন, ‘অভিলম্বে যদি গোপালগঞ্জের সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয়। নাহিদ, হাসনাত, সারজিসসহ বিপ্লবীদের যদি সরকার নিরাপত্তা দিতে না পারে। তাহলে ঢাকা-কুযাকাটা মহাসড়ক অবরোধ করে দেয়া সহ আমরা কঠোর কর্মসূচিতে দিতে বাধ্য হবো।’

]]>
সম্পূর্ণ পড়ুন