বুধবার (১৬ জুলাই) রাত ৮টায় শহরের তিতাস সিনেমাহলের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, ‘অভিলম্বে যদি গোপালগঞ্জের সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয়। নাহিদ, হাসনাত, সারজিসসহ বিপ্লবীদের যদি সরকার নিরাপত্তা দিতে না পারে। তাহলে ঢাকা-কুযাকাটা মহাসড়ক অবরোধ করে দেয়া সহ আমরা কঠোর কর্মসূচিতে দিতে বাধ্য হবো।’