মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় নয়টি উপজেলার মধ্যে নোয়াখালী সদর, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান এবং অর্ধবার্ষিক পরীক্ষা সমূহ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বাকি উপজেলাগুলোতে দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
আরও পড়ুন: টানা বৃষ্টিতে কক্সবাজারে ৫০ হাজার মানুষ পানিবন্দি, পাহাড় ধসের আশঙ্কা
জেলার বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কিছু এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে সমস্যা দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, নোয়াখালীতে গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, যা দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যার সম্ভাবনাকে জোরদার করছে। তা ছাড়া গত ২৪ ঘণ্টা নোয়াখালীতে ১৫৮ মি. মি. বৃষ্টিপাত রেকড করেছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আগামীকাল সকাল ১১ টায় নোয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জরুরি সভা ডেকেছে।
]]>