মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে কানাডা থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন সমিত সোম। কাভালরি এফসির হয়ে গত সোমবার (১০ নভেম্বর) খেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি।
এদিকে, কানাডায় মাইনাস দুই ডিগ্রি তাপমাত্রায় খেলেছেন সমিত। এখন ঢাকায় বিশ-পঁচিশ ডিগ্রি তাপমাত্রা মানিয়ে নেয়া বেশ কষ্টজনক হবে তার জন্য। বুধবার (১২ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ। সামিত এদিন দলের সঙ্গে অনুশীলন করবেন।
আরও পড়ুন: ঢাকায় এসে পৌঁছেছেন হামজা
গত ১০ জুন সিঙ্গাপুর ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে সমিতের অভিষেক হয়। ৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচেই তিনি গোল পেয়েছেন। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে কতটুকু সময় খেলান কোচ হ্যাভিয়ের কাবরেরা সেটাই দেখার বিষয়।
এর আগে গত সোমবার ঢাকায় এসে পৌঁছান বাংলাদেশ দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। হামজা এরই মধ্যে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন।

২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·