নেত্রকোনায় মামাদের হামলায় ভাগনে বউ নিহত

২ সপ্তাহ আগে
নেত্রকোনায় জমির বিরোধে মামার বাড়ির লোকজনের হামলায় নুরজাহান বেগম (৪৫) নামে ভাগনে বউ নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে আটপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে।

 

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজে একই পরিবারের শ্বশুর-শাশুড়ি, স্বামী-স্ত্রী ছেলেসহ আহত হয়ে ভর্তি হলে সেখানে গৃহবধূ নরুজাহান মারা যান।

 

এ ঘটনায় আহতরা হলেন, নিহত নুরজাহানের শ্বশুর মঞ্জিল মিয়া (৭০), মঞ্জিল মিয়ার স্ত্রী পরিষ্কারের নেছা (৬৫), ছেলে বাবুল মিয়া (৫০) ও নাতি সোহাগ (১৬)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের লাল মিয়া ও তার আপন ভাগনে একই গ্রামের বাবুল মিয়ার দীর্ঘদিন ধরে জমির বিরোধ চলছিল। এরই জেরে বুধবার (১৯ মার্চ) রাতে দুই পরিবারের লোকদের মধ্যে সংঘর্ষ হয়।

 

আরও পড়ুন: নেত্রকোনার ২ থানার ওসি প্রত্যাহার

 

সংঘর্ষের এক পর্যায়ে সেহরির প্রস্তুতি নেয়ার সময় লাল মিয়া ও তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভাগনে বাবুল মিয়ার বাড়িতে অতর্কিত হমলা চালায়। এতে হামলাকারীর বোন, বোনের জামাই, ভাগনে, ভাগ্নে বউ ও নাতি আহত হন।


পরে প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা এসে তাদের উদ্ধার করে ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবুলের স্ত্রী নুরজাহানের মৃত্যু হয়। এদিকে দুপুরে এলাকায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হামলাকারীরা গা ঢাকা দেয়।

 

আরও পড়ুন: নেত্রকোনার ২ থানার ওসি প্রত্যাহার

 

এ ব্যাপারে আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান আরও জানান, আপন মামা-ভাগ্নের মাঝে জমি নিয়ে বিরোধ ছিলো। পরে এই নিয়ে হামলা করলে লাল মিয়ার বোনসহ বোনের পরিবোরর ৫ জনই আহত হয়। আহতদের মধ্যে বাবুল মিয়ার স্ত্রী হামলাকারীর ভাগ্নে বউ মারা গেছেন। আমরা খবর পেয়েই এলাকায় গিয়েছি। বাড়িঘর খালি। সকলেই আহত হয়ে চিকিৎসাধীন। মামলার প্রস্তুতি চলছে। আমরা আসামি ধরতে চেষ্টা করছি। 

]]>
সম্পূর্ণ পড়ুন