নেত্রকোনায় কৃষককে পিটিয়ে হত্যা

৪ দিন আগে
নেত্রকোনার মদনে পূর্ব বিরোধের জের ধরে হারুন চৌধুরী (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হারুন চৌধুরী একই উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিবপাশা ও ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী দুটি পাশাপাশি গ্রাম। রুদ্রশ্রী গ্রামের শাহাবুদ্দিনের সঙ্গে শিবপাশা গ্রামের কৃষক হারুন চৌধুরীর ভাতিজা পলক চৌধুরীর পূর্ব বিরোধ ছিলো। আবার দুই গ্রামের মধ্যেও সামাজিক বিরোধ ছিলো আগে থেকেই। এসব বিরোধের জেরে পলকের চাচা কৃষক হারুন চৌধুরী পার্শ্ববর্তী গ্রামে কৃষি কাজের শ্রমিকের খুঁজতে গেলে তুচ্ছ ঘটনায় তর্ক ও পরে ওই গ্রামের লোকজন তাকে মারধর করেন। এতে কৃষক হারুন অসুস্থ হয়ে পড়েন।


খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: ময়মনসিংহে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা, আটক ২


এ দিকে নিহতের ভাতিজা পলক চৌধুরী জানান, আমার চাচা শ্রমিকের খোঁজে সন্ধ্যায় পাশের গ্রাম রুদ্রশ্রী যায়। এ সময় শাহাবুদ্দিন নামে এক ব্যক্তি ও তার লোকজন নিয়ে আমার চাচাকে মারধর করেন। তবে হাসপাতালে নেয়ার আগেই চাচা মারা যান।


এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনায় হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পরিবার থেকে অভিযোগ দিলে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন