নেত্রকোনায় অগ্নিকাণ্ডে হরিজন পল্লীর দুই ঘর পুড়ে ছাই, পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি

৩ দিন আগে
নেত্রকোনায় অগ্নিকাণ্ডে হরিজন পল্লীর দুইটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লক্ষাধিক টাকা, তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৬ অক্টোবর) রাতে নেত্রকোনা শহরের পুরাতন হাসপাতালের কোয়ার্টারের ভেতরে হরিজন পল্লিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে দুটি বসত ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। যদিও আগুন লাগার সময় সকলেই ঘরের বাইরে ছিল, তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অসহায় নারী শরিফা আক্তার ও ইফতাতুল মিমের ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

 

আরও পড়ুন: মোহনগঞ্জে মুদি ব্যবসায়ীকে জবাই করে হত্যা, এলাকাজুড়ে চাঞ্চল্য

 

ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার দেয়া হয়েছে। নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, ‘ঘরে কেউ না থাকায় খবর দিতে দেরি হয়েছিল। স্থানীয়দের সাহায্যে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’

 

পাশে মগড়া নদী থাকায় আগুন নেভানো সহজ হয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, ‘যেহেতু ঘরগুলো বৈদ্যুতিক লাইনযুক্ত ছিল, তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডটি শর্ট সার্কিট থেকে ঘটেছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন