নেতৃত্বের পালাবাদলের আভাস, কে হবেন ট্রাম্পের উত্তরসূরি?

২ সপ্তাহ আগে
যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রিপাবলিকান দল তাকে সমর্থন দিতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্পের দায়িত্বের এক বছরও পেরোয়নি। এরমধ্যেই শুরু হয়েছে হোয়াইট হাউসের পরবর্তী উত্তরাধিকার কে হবেন, সেই আলোচনা।

 

ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যম পলিটিকো জানায়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মতে, ২০২৮ সালে হতে যাওয়া নির্বাচনে রিপাবলিকান দল থেকে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীর টিকিট পাবার দৌড়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সই এগিয়ে রয়েছেন। এমনকি প্রয়োজন হলে তাকে সমর্থন দেবেন বলেও জানিয়েছেন রুবিও।

 

ঘনিষ্ঠ আরেক সূত্র জানায়, রুবিও স্পষ্টভাবেই জানিয়েছেন ভ্যান্স রাজি হলে রিপাবলিকান দলের মনোনয়ন তারই হবে। ট্রাম্প নিজেও একাধিকবার বলেছেন, ভ্যান্স ও রুবিওর একজন তার উত্তরসূরি হতে পারেন।

 

আরও পড়ুন: স্ত্রী খ্রিষ্টান ধর্ম গ্রহণ করবেন, আশা মার্কিন ভাইস প্রেসিডেন্টের

 

এক জরিপে দেখা গেছে, ট্রাম্পকে ভোট দেয়া রিপাবলিকানদের মধ্যে ৩৫ শতাংশ ভ্যান্সকে ২০২৮ সালের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে দেখতে চান। সেই তুলনায় রুবিওর জনপ্রিয়তা মাত্র ২ শতাংশ।

 

বিশ্লেষকদের মতে, এই সমর্থন ইঙ্গিত দেয় যে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ ধারাবাহিকতা বজায় রাখতে ট্রাম্প সমর্থকেরা ভ্যান্সের দিকেই তাকিয়ে আছেন।

 

রুবিও ও ভ্যান্স আগে সিনেট সহকর্মী ছিলেন। প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ আইনসহ একাধিক বিল নিয়েও একসঙ্গে কাজ করেছেন।

 

মার্কিন গণমাধ্যম বলছে, দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তারা নিয়মিতভাবে একসঙ্গে মধ্যাহ্নভোজ করেন। ভ্যান্স নিজেও এক পডকাস্টে রুবিওকে তার প্রশাসনের সেরা বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন