নেতানিয়াহুর সিদ্ধান্ত আটকে দিলেন সুপ্রিম কোর্ট

২ সপ্তাহ আগে
হামাসের হামলা আঁচ করতে ব্যর্থতার জন্য ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ। তবে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত স্থগিত করেছেন ইসরাইলের সুপ্রিম কোর্ট।

শুক্রবার (২১ মার্চ) ইসরাইলি সংবাদমাদ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্তের পদক্ষেপ স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আদালত বলেছে, বরখাস্তের বিরুদ্ধে দায়ের করা আপিল পর্যালোচনা করছে আদালত।

 

প্রতিবেদনে বলা হয়, অন্য সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপিল সাপেক্ষে একটি অস্থায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হচ্ছে। ৮ এপ্রিলের আগে আপিল আদালতে উপস্থাপন না করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

 

আরও পড়ুন: ইসরাইলের নিরাপত্তাপ্রধান রোনেন বার বরখাস্ত

 

শিন বেতের প্রধান রোনেন বারের বরখাস্তের বিষয়টি নেতানিয়াহুর মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের কয়েক ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত এলো।

 

বৃহস্পতিবার নেতানিয়াহুর মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে বারকে বরখাস্তের পক্ষে মত দেয়। সিদ্ধান্ত অনুযায়ী, বারের দায়িত্বের শেষ দিন হওয়ার কথা আগামী ১০ এপ্রিল। ২০২১ সালের অক্টোবরে শিন বেতের প্রধান হিসেবে পাঁচ বছর মেয়াদে বারকে নিযুক্ত করা হয়েছিল।

 

আরও পড়ুন: নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলে হাজারো মানুষের বিক্ষোভ

 

নেতানিয়াহু গত রোববার এক ভিডিও বিবৃতিতে বারকে বরখাস্ত করার বিষয়ে তার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। তখন তিনি বারের সঙ্গে তার চলমান অবিশ্বাসের কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে এই অবিশ্বাস আরও বেড়েছে।

 

শিন বেতের প্রধানকে বরখাস্তের পদক্ষেপ ইসরাইলিদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। এ ঘটনায় ইসরাইলে সরকারবিরোধী বিক্ষোভ আরও তীব্র হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন