নেতজারিম করিডোর দখল, গাজায় ফের ‘স্থল অভিযান’ শুরু ইসরাইলের!

২ সপ্তাহ আগে
বিমান হামলায় শত শত ফিলিস্তিনির প্রাণহানির রেশ না কাটতেই গাজা উপত্যকায় এবার নতুন করে ‘স্থল অভিযান’ শুরু করেছে ইসরাইলি বাহিনী।

বুধবার (১৯ মার্চ) ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজার একটি গুরুত্বপূর্ণ করিডোরের অংশ ‘পুনরুদ্ধারের জন্য সীমিত স্থল অভিযান’ শুরু করেছে।

 

বার্তা সংস্থা এপি’র বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানায়।

 

নেতানিয়াহু বাহিনীর এই পদক্ষেপ গাজায় নতুন করে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনকে আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

 

আরও পড়ুন: রক্তেই ভেসে গেল গাজার শিশুদের ঈদ উদযাপনের স্বপ্ন

 

উল্লেখ্য, যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরাইল ‘সামরিক অঞ্চল হিসেবে’ ব্যবহার করা নেতজারিম করিডোর থেকে সরে আসে, যা উত্তর গাজাকে দক্ষিণ থেকে দ্বিখণ্ডিত করেছিল।

 

এদিকে ইসরাইলি সেনাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, নেতানিয়াহুর সেনারা উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে একটি ‘আংশিক বাফার জোন’ তৈরি করার জন্য নেতজারিম করিডোর নামে পরিচিত রাস্তা ধরে ‘উদ্দেশ্যপ্রণোদিত স্থল তৎপরতা’ শুরু করেছে। 

 

আরও পড়ুন: গাজায় ইসরাইলি বর্বরতা /কারও শরীর পোড়া কারও নেই হাত-পা, অ্যানেস্থেসিয়া ছাড়াই অস্ত্রোপচার!

 

নেতজারিম করিডোরের ‘কেন্দ্রস্থল পর্যন্ত’ নিজেদের নিয়ন্ত্রণ প্রসারিত করার কথাও জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

 

সূত্র: এনডিটিভি, নিউইয়র্ক টাইমস  

]]>
সম্পূর্ণ পড়ুন