পিএসজিতে দীর্ঘ সময় কাটানো নেইমার ২০২৩ সালে সৌদি লিগের ক্লাব আল হিলালে যোগ দেন। ক্রিস্টিয়ানো রোনালদোর পথ অনুসরণ করে মধ্যপ্রাচ্যের লিগটিতে পাড়ি জমানো অন্যতম সেরা তারকা এই ব্রাজিলিয়ান। তবে ইনজুরির কারণে গত দেড় বছরে মাত্র ৭টি ম্যাচ খেলতে পেরেছেন। আর তাতেই সৌদি লিগকে তার সাবেক ঠিকানা ফ্রান্সের লিগ ওয়ানের চেয়ে এগিয়ে রাখছেন এই ৩২ বছর বয়সী।
আল হেলালে খেলা এবার রোনালদোর সুরে সুর মিলিয়েছেন। এই ব্রাজিলিয়ান তারকারও দাবি, সৌদি লিগ ফরাসি লিগ ওয়ানের চেয়ে শ্রেষ্ঠ।
গত মাসে গ্লোব সকার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলার নির্বাচিত হন রোনালদো। সেখানেই তিনি সৌদি লিগের গুণগত মান নিয়ে প্রশংসা করেন। তিনি বলেন, 'সৌদি প্রো লিগ লিগ ওয়ানের চেয়ে সেরা। আমি এখানে খেলি বলেই এটাকে সেরা বলছি না। মানুষ কী ভাবে তা নিয়ে আমি থোড়াই কেয়ার করি। মানুষের এখানে আসা উচিত, তাহলেই তারা দ্রুতই এটা বুঝতে পারবে। ৩৮,৩৯,৪০ ডিগ্রি তাপমাত্রায় একবার জোরে দৌড়েই দেখুন...আসুন এবং দেখুন। যদি আমাকে বিশ্বাস না করেন, এসে দেখুন। ফ্রান্সে তাদের শুধু পিএসজিই আহে, বাকিরা শেষ হয়ে গেছে। কেউ তাদের (পিএসজি) হারাতে পারে না কান তাদের কাছে সবচেয়ে বেশি টাকা আর সেরা খেলোয়াড় আছে।'
আরও পড়ুন: মেসি-সুয়ারেজের সঙ্গে পুনর্মিলনের আভাস দিলেন নেইমার
রোনালদোর এই বক্তব্যের অনেকেই সমালোচনা করেছে। কেউ আবার এটা নিয়ে ব্যঙ্গও করেছেন। ফ্রান্সের সাবেক তারকা এমানুয়েল পেতি পর্তুগালের মহাতারকাকে নেতিবাচকভাবে জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য এসব সস্তা বক্তব্য না দিয়ে চুপ থাকার পরামর্শ দেন। কিন্তু এবার খোদ পিএসজির সাবেক তারকা নেইমার রোনালদোকে সমর্থন জানিয়েছেন।
সিএনএন স্পোর্টসকে নেইমার বলেন, 'এই মুহূর্তে আমি মনে করি এটা (সৌদি লিগ) শক্তিশালী। সৌদি প্রো লিগের গুণগত মানের উন্নতি হচ্ছে এবং আমি যা দেখছি, এটা লিগ ওয়ানের চেয়ে সেরা। লিগ ওয়ানের নিজস্ব ইতিবাচক দিক আছে। এই লিগ অনেক শক্তিশালী। আমি সেখানে খেলেছি, আমি ভালো চিনি এটাকে।'
আরও পড়ুন: ঘরের মাঠে হারল আর্সেনাল, ফাইনালে এক পা নিউক্যাসলের
নেইমার আরও বলেন, 'এখন সৌদি লিগে অপেক্ষাকৃত ভালো খেলোয়াড় (পিএসজির চেয়ে)। সৌদি আরব আমাকে ইতিবাচভাবে চমকে দিয়েছে। এখানকার মানুষ, এই দেশ, এই শহর, এখানকার সংস্কৃতি দারুণ। আমার মনে হয় এটা এমন একটা দেশ যেটা এখনও বিকাশমান। এটা ২০৩৪ সালে বিশ্বকাপও আয়োজন করবে, আমি মনে করি এটা অবিশ্বাস্য।'
সংক্ষিপ্ত শীতকালীন ছুটি কাটিয়ে রোনালদো আল নাসরে যোগ দিয়েছেন। আগামী ৯ জানুয়ারি সৌদি প্রো লিগে আল আখুদের বিপক্ষে মাঠে নামবেন তিনি। অন্যদিকে সবশেষ ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন নেইমার। শিগগিরই তাকে মাঠে ফিরতে দেখা যাবে।
]]>