নিলামে আরও ১০৪ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

৪ দিন আগে
নিলামের মাধ্যমে ৮টি ব্যাংকের কাছ থেকে আরও ১০৪ মিলিয়ন বা ১০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, ৮টি ব্যাংক থেকে ১০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বহুমূল্য নিলাম পদ্ধতির অধীনে এ ডলার কেনা হয়েছে।


এই নিলামে ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৭৮ পয়সা থেকে ১২১ টাকা ৮০ পয়সা।


এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ১৯৮ কোটি ১০ লাখ বা ১.৯৮ বিলিয়ন ডলার।

]]>
সম্পূর্ণ পড়ুন