বুধবার (১৫ অক্টোবর) বিকেলে শহরের টাউন ক্লাব রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘৫ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামীম সাঈদী বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী টাকা-পয়সার অপব্যবহার না করে স্বল্প খরচে সুষ্ঠু নির্বাচন চায়। এজন্যই আমরা প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির দাবি জানাচ্ছি যাতে সব দল সমান সুযোগে নির্বাচনে অংশ নিতে পারে এবং জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পার হলেও এখনো আমরা সেই সোনার বাংলা গড়তে পারিনি, যার স্বপ্নে লাখো মানুষ জীবন দিয়েছিল। বিগত শাসকরা জনগণকে শোষণ ও নির্যাতন করেছে। তবে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে এটাই প্রমাণ করে, জনগণই দেশের মালিক।’
আরও পড়ুন: শতাধিক ট্রলার নিয়ে শামীম সাঈদীর নৌ-র্যালি
তিনি আরও বলেন, ‘আমরা পিআর পদ্ধতির দাবি জানাচ্ছি নির্বাচনের স্বচ্ছতা ও গণতন্ত্রের বিকাশের জন্য, নির্বাচন বানচালের জন্য নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক ও নির্বাচনমুখী দল। ইতিমধ্যেই আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছি এবং গত পাঁচ মাস ধরে নির্বাচনের জন্য কাজ করছি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুর রব। পরিচালনা করেন জেলা সেক্রেটারি জহিরুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক এবং জেলা পেশাজীবী শাখার সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ।
]]>
১ সপ্তাহে আগে
৪







Bengali (BD) ·
English (US) ·