মঙ্গলবার (৮ জুলাই) ধামরাইয়ের বালিয়া ও কুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী নির্বাচনকে সামনে রেখে এই সভা অনুষ্ঠিত হয়।
ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, ১৭ বছর মানুষের ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে। কিন্তু গণতন্ত্র এখনো ফেরানো যায়নি। কারণ, দেশে যাতে নির্বাচন না হয় সে জন্য কয়েকটি দল ষড়যন্ত্র করছে।
যতদিন পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন ভোটাধিকারের জন্য সংগ্রাম অব্যাহত থাকবে বলে মন্তব্য করে তিনি বলেন, আজকে দেখতে হবে কারা ভোটের আগে বিভিন্ন শর্ত দিচ্ছেন, কারা নির্বাচন পেছানোর অপচেষ্টা করছেন? যে গুটিকয়েক দল এটা করছে, তারা জানে- রাষ্ট্রক্ষমতায় জনগণ তাদের আনবে না। আজকে অনেকেই বড়গলায় কথা বলছেন, অথচ নিজ এলাকায় তাদের কোনো অবস্থান নেই।
আরও পড়ুন: স্থানীয় নির্বাচনের দাবি হাসিনার ষড়যন্ত্রের অংশ: মুরাদ
বালিয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা হয় দলটির প্রয়াত ব্যারিস্টার জিয়াউর রহমানের বাড়িতে। এতে সভাপতিত্ব করেন আসিফুর রহমান খান মিলন। বড় চন্দ্রাইল মাঠে কুল্লা ইউনিয়নের সভা হয়। এতে সভাপতিত্ব করেন মোকছেদ আলী। আরও বক্তব্য দেন আনছার আলী, আবু তাহের মুকুট, লোকমান হোসেন দেওয়ান, শহিদুর রহমান শহীদ, এবাদুল হক জাহিদ, আবুল কালাম আযাদ, মনির হোসেন, মিজানুর রহমান জুয়েল, আবদুল হালিম কণ্ঠু প্রমুখ।