নিউজিল্যান্ডের বিপক্ষে শতক হাঁকিয়ে প্রোটিয়া ওপেনারের অনন্য কীর্তি

৩ দিন আগে
ইন্দোরে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচে সহজ জয় পেয়েছে প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করে ২৩১ রানেই অলআউট হয় কিউই নারীরা। জবাবে ৬ উইকেট ও ৫৫ বল হাতে রেখে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকার নারীরা। দক্ষিণ আফ্রিকার হয়ে শতক করেছেন ওপেনার তাজমিন ব্রিটস। তাতে রেকর্ড বইয়ে নাম লেখান তিনি।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে পরের ব্যাটাররা ভালো ব্যাটিং করলে বড় একটা সংগ্রহের দিকে এগোতে থাকে তারা। তবে হঠাৎ ব্যাটিং ধসে সব ওলটপালট হয়ে যায়।


শেষ ৩৬ রানে ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড। অধিনায়ক সোফি ডিভাইনের ৮৫ রান ছাড়া কেউ অর্ধশতকের দেখা পাননি। তাতে ২৩১ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ উইকেট নেন ননকুলেকো এমলাবা।


আরও পড়ুন: ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান


জবাবে তাজমিন ব্রিটসের শতকের উপর ভর করে সহজ জয় পায় প্রোটিয়া নারীরা। ১০১ রানের ইনিংস খেলেন ব্রিটস। তাতে ওয়ানডেতে চলতি বছর তার এটি পঞ্চম সেঞ্চুরি। প্রথম নারী ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে পাঁচবার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন তিনি।


এদিকে ৩৪ বছর বয়সি ব্রিটস ভেঙে দিলেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানার রেকর্ড। মান্ধানা এক পঞ্জিকাবর্ষে চারটি ওয়ানডে সেঞ্চুরির স্বাদ পান দুই দফায় (২০২৪ ও ২০২৫)। চলমান বিশ্বকাপে মান্ধানার সামনেও সুযোগ আছে ব্রিটসের পাশে বসার।


শুধু ৪১ ইনিংস খেলেই ব্রিটসের ওয়ানডে সেঞ্চুরি হয়ে গেল সাতটি। তার চেয়ে কম ইনিংসে সাত সেঞ্চুরি করতে পারেননি আর কেউ। ৪৪ ইনিংস লেগেছিল সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মেগ ল্যানিংয়ের। ৫০ এর কম ইনিংসে খেলে এই নজির নেই আর কারো।

]]>
সম্পূর্ণ পড়ুন