নিউজিল্যান্ডকে চার ফাইনালে তোলা কোচকে নিয়োগ দিল ভারতের রাজ্য দল

৩ সপ্তাহ আগে
২০১৮ থেকে ২০২৫ এর জুন পর্যন্ত নিউজিল্যান্ড জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন গ্যারি স্টিড। তার অধীনে এই সময়ে কিউইরা সীমিত ওভারের ক্রিকেটে বৈশ্বিক টুর্নামেন্টে তিনটি ফাইনাল খেলেছিল। ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নিউজিল্যান্ডকে শিরোপা এনে দিয়েছিলেন এই ৫৩ বছর বয়সী কোচ। নিউজিল্যান্ডের ইতিহাসের সফলতম এই কোচ এবার কোচিং করাতে যাচ্ছেন ভারতের এক রাজ্য দলকে।

২০২৫-২৬ মৌসুমের জন্য ভারতের অন্ধ্র প্রদেশের প্রধান কোচ হিসেবে যোগ দিলেন গ্যারি স্টিড। তিনু ইয়োহানানের জায়গায় এই কিউই কোচকে নিয়োগ দিয়েছে রাজ্য দলটি।  এই বছরের শুরুর দিকে ইয়োহানান এমআরএফ পেস ফাউন্ডেশনে কোচ হিসেবে যোগ দেয়ার পর থেকে অন্ধ্র প্রদেশের প্রধান কোচের পদটা ফাঁকা পড়েছিল।


অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে লিখেছে, 'তার তত্ত্বাবধানে এই মৌসুমে অন্ধ্র ক্রিকেট একটা নতুন যুগে পা রাখতে যাচ্ছে আরও বড় মাইলফলক ছোঁয়ার লক্ষ্য নিয়ে এবং সর্বোচ্চ পর্যায়ের পারফরম্যান্সের মাধ্যমে।'


আন্তর্জাতিক ক্রিকেটে স্টিড নিউজিল্যান্ডের সবচেয়ে সফল কোচ। তার তত্ত্বাবধানে কিউইরা ২০১৯ ওয়ানডে বিশ্বাপ, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলে। এছাড়া ২০২১ এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাও তার অধীনেই জিতেছিল কিউইরা। গত বছর ভারতের মাটিতে ঐতিহাসিক ৩-০ ব্যবধানে সিরিজ জয়েই স্টিডই ছিলেন নিউজিল্যান্ডের কোচ।


আরও পড়ুন: সাব্বিরের ঝড় ম্লান করে মেট্রোকে জেতালেন মাহফিজুল ইসলাম


এর আগে কোচ হিসেবে নিউজিল্যান্ড নারী দলকে ২০০৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ও পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও তুলেছিলেন স্টিড। এছাড়া ক্যান্টারবুরিকে কোচ হিসেবে তিনবার প্লাঙ্কেট শিল্ডও জিতিয়েছেন এই ৫৩ বছর বয়সী।


খেলোয়াড়ি জীবনে স্টিড নিউজিল্যান্ডের হয়ে পাঁচটি টেস্ট খেলেছ ৩৪.৭৫ গড়ে ২৭৮ রান করেছেন। এছাড়া ১০১টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ১০৩টি লিস্ট এ ম্যাচে যথাক্রমে ৪৯৮৪ ও ২১৭৩ রান করেছেন।


রঞ্জি ট্রফিতে ২০২৪-২৫ মৌসুমে অন্ধ্র সাত ম্যাচের মাত্র একটিতে জিতে নিজেদের গ্রুপে ষষ্ঠ হয়েছে। ৫০ ওভারের বিজয় হাজারে ট্রফিতেও নকআউট পর্যায়ে উঠতে ব্যর্থ হয়েছে তারা। ২০ ওভারের সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও প্রাথমিক কোয়ার্টার ফাইনালেই হেরে গিয়েছিল  অন্ধ্র।


আগামী ১৫ অক্টোবর উত্তর প্রদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে রঞ্জি ট্রফির নতুন মৌসুম শুরু করবে অন্ধ্র। 

]]>
সম্পূর্ণ পড়ুন