নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

২ সপ্তাহ আগে
নারীদের ৮ ঘণ্টার বদলে ৫ কর্মঘণ্টার বিষয়টি বিবেচনা না করে বলা হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মফিকুর রহমান।

সোমবার (১০ নভেম্বর) রাতে ঢাকা-১৫ আসনের পূর্ব সেনপাড়ায় জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এমন কথা বলেন।

 

জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে নারীদের ৫ কর্মঘণ্টাই বাস্তবায়ন করা হবে। তবে কোনো কোম্পানি যদি এতে ক্ষতিগ্রস্ত হয়, তবে সেসব কোম্পানিকে তিন ঘণ্টার ভর্তুকি দিবে সরকার। আর কর্মক্ষেত্রে না গিয়ে নারীরা ঘরে সময় দিলে, সরকার সেসব নারীকে সম্মানিত করবে।

 

এ সময় সমাজের আবর্জনা পরিষ্কারে সবাইকে পাশে চান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ঘুনেধরা সমাজের আমূল পরিবর্তন চাই। একটা ঝাঁকুনি দিয়ে সমাজের ময়লা পরিষ্কার করতে চাই। সমাজের আবর্জনা পরিষ্কার করতে আমাদের যুদ্ধ।

 

এ যুদ্ধে যুবকদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সোনালি সমাজ গড়ার স্বপ্ন দেখি,তার সারথী হবেন আপনারা।

 

আরও পড়ুন: আলোচনায় সমাধান না হলে, আন্দোলন অব্যাহত থাকবে: আজাদ

 

সব শিশুর অধিকার রক্ষায় রাষ্ট্র কাজ করবে জানিয়ে তিনি আরও বলেন, শিশুদের মধ্যে ভেদাভেদ হবে না। কোন শিশু কোন পরিবারে জন্ম নিলো, তার বিভেদ করা হবে না। সব শিশুকে সমান অধিকার দেয়া হবে রাষ্ট্রের দায়িত্ব।

 

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচিত হলে সমস্যার জন্য পয়সা খরচ করে আমার কছে আসতে হবে না। আমরা যাবো আপনাদের কাছে। অগ্রাধিকার অনুসারে সমস্যাগুলোর সমাধান করা হবে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন