আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। তবে তাদের কারো নাম পরিচয় জানা যায় নি।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার জাঙ্গাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটায় সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা থেকে ২০ থেকে ৩০ জন যাত্রী নিয়ে দোয়েল পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় বেশ কয়েকজন যাত্রী জানালা দিয়ে বের হলেও অন্যরা ভেতরে আটকা পড়েন। পরে আশপাশের লোকজন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অর্ধনিমজ্জিত বাস থেকে আহত অবস্থায় নারী এবং শিশুসহ ১০ জনকে উদ্ধার করে। পরবর্তীতে দুইটি র্যাকার দিয়ে বাসটি তুলে তল্লাশি করা হলেও ভেতরে কাউকে পাওয়া যায় নি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মিছিল থেকে যানজট নিরসন কর্মীদের ওপর হামলা, আহত ২
দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রী রেহানা জানান, বাসটি ছাড়ার পর থেকেই বেপরোয়া গতিতে চলছিল। জাঙ্গাল এলাকার কাছাকাছি এসে বাসটি আরও এলোমেলোভাবে চলতে থাকে। এক পর্যায়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়। পরে তাকে ও তার দুই ছেলে মেয়েকে স্থানীয় লোকজন উদ্ধার করে।
ঘটনাস্থলে যাওয়া কাঁচপুর হাইওয়ে পুলিশের কর্মকর্তা সার্জেন্ট আওলাদ হোসেন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় যাত্রীদের উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, খবর পেয়ে তারা ৯ জনের একটি টিম ঘটনাস্থলে আসেন। তাদের ডুবুরি দল বাসের ভেতরে তল্লাশি চালিয়েছে। পরে র্যাকার দিয়ে বাসটি তোলার পর আবার ভেতরে ও পানিতে তল্লাশি করা হয়। তবে কাউকে পাওয়া যায় নি।