বুধবার (১৬ জুলাই).বিকেল পাঁচটায় সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে তারা অবরোধ করলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
এসময় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এনসিপির নেতা-কর্মীরা। নানা ধরনের স্লোগান দেন।
গোপালগঞ্জে হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনায় জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। প্রশাসন ব্যর্থ হলে নিজেরাই বিচারের দায়িত্ব নেয়ার হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা।
আরও পড়ুন: এনসিপির সমাবেশে হামলা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন ও কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু।
সন্ধ্যা ছয়টায় কেন্দ্রীয় নেতাদের নির্দেশে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়া হলে এনসিপির ব্লকেড কর্মসূচি শেষ হয়।