নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ২

১ সপ্তাহে আগে
নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতালে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় নারীসহ দুজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে হাসপাতালটির জরুরি বিভাগের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।


দগ্ধরা হলেন: জেলার বন্দর উপজেলার রাজবাড়ি এলাকার মনোয়ারা বেগম (৪৮) ও অ্যাম্বুলেন্স চালক বিজয় মিয়া। আগুনে বিজয়ের শরীর ও হাত দগ্ধ হয় এবং মনোয়ারা বেগমের শরীরের ডান পাশ পুড়ে যায়।


হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টায় বন্দর উপজেলার রাজবাড়ি এলাকা থেকে মনোয়ারা বেগম নামে এক নারী তার আট বছরের অসুস্থ নাতিকে চিকিৎসার জন্য সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাত ৮টার দিকে তারা দুজন ভাড়া করা একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে ওঠার সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের চালক বিজয় ও পাশে দাঁড়িয়ে থাকা মনোয়ারা বেগম আগুনে দগ্ধ হন।


ঘটনার পর হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠায় অন্যান্য রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালটির অদূরে অবস্থিত মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায় এবং দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। ততক্ষণে অ্যাম্বুলেন্সটি আগুনে পুড়ে যায়।


আরও পড়ুন: দিনাজপুরে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৮


নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জহিরুল ইসলাম বলেন, ‘অ্যাম্বুলেন্সটি হাসপাতালের নয়। ভাড়া করা বেসরকারি একটি অ্যাম্বুলেন্স। কীভাবে বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া দগ্ধদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।’
 

অ্যাম্বুলেন্সটির গ্যাসের সিলিন্ডারের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের।


এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘অ্যাম্বুলেন্সের ভেতরে দুটি গ্যাস সিলিন্ডার ছিল। এর চালক গাড়িটি স্টার্ট দেয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’


তিনি আরও বলেন, ‘আমরা অ্যাম্বুলেন্সের ভেতরের সিলিন্ডারের ভেতর থেকে গ্যাস বের হতে দেখেছি। পরে আমরা সিলিন্ডারের গ্যাস বন্ধ করি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি সিলিন্ডারের লিকেজ থেকে অ্যাম্বুলেন্সের ভেতরে গ্যাস জমে ছিল। সেই থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।’

]]>
সম্পূর্ণ পড়ুন