এলাকাবাসী জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সাবেক এমপি শহিদুল ইসলাম বকুলের বাগাতিপাড়া উপজেলার সান্যালপাড়া গ্রামের পৈত্রিক খামারের দিঘীতে বিপুল পরিমাণ মরা মাছ ভাসতে দেখেন তারা।
পরে স্থানীয় মৎস্যজীবীরা খবর পেয়ে জাল নামিয়ে মাছগুলো পানি থেকে তুলে আনেন। তবে অধিকাংশ মাছই মরে পচে খাবার অনুপোযোগী হয়ে পড়েছে।
তারপরও এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের দরিদ্র লোকজন সেই মাছ সংগ্রহ করে নিয়ে যান বলেও জানান তারা।
আরও পড়ুন: নোয়াখালীতে মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে বাবুর্চি দগ্ধ
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর সাবেক এ সংসদ সদস্য সপরিবারে আত্মগোপনে রয়েছেন।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান স্থানীয় সাংবাদিকদের জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।