নভেম্বরে ইউরোপের দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

৩ সপ্তাহ আগে
নভেম্বরের ফিফা উইন্ডোতে আজারবাইজান নারী দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। তবে নভেম্বরের শেষে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করতে চায় বাফুফে সভাপতি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাইছে, আজারবাইজানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে। তবে সেক্ষেত্রে আরও একটি দলের খোঁজ করতে হবে তাদের। কিন্তু শেষ পর্যন্ত যদি অন্য কোনো দল না পাওয়া যায়, তাহলে আজারবাইজানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।  

 

ফিফা র‌্যাঙ্কিংয়ে বিস্তর ফারাক, তবে র‌্যাঙ্কিং যে শুধু মাত্র একটি সংখ্যা; তা এর আগেও একাধিকবার প্রমাণ করেছে বাংলাদেশের মেয়েরা। র‌্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে থাকা মিয়ানমারকে পাত্তাই দেয়নি আফঈদা-ঋতুপর্ণারা।  

 

আরও পড়ুন: ইয়ামালের চোটে দিশেহারা বার্সা, স্পেনের সমালোচনায় হান্সি ফ্লিক

 

আজারবাইজান ইউরোপের দল, দক্ষিণ এশিয়া অঞ্চলের খেলা আর ইউরোপ অঞ্চলের খেলার ধরণ এক নয়। সেক্ষেত্রে আজারবাইজান বেশ শক্ত প্রতিপক্ষই বটে। তবে বাংলাদেশও অবশ্য জয়ের জন্যই খেলবে।  

 

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফুটবল খেলছে বাংলাদেশের মেয়েরা। একের পর এক ইতিহাস গড়ে ফুটবল বিশ্বে জানান দিচ্ছে নিজেদের। দক্ষিণ এশিয়ায় লাল-সবুজের মেয়েদের দাপট তো আছেই, প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের মূল পর্বে। প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বও নিশ্চিত করেছে বাংলাদেশের বয়সভিত্তিক দল।

 

আরও পড়ুন: মেসির পেনাল্টি মিসের দিনে ২১ বছরের তরুণের কাছে বিধ্বস্ত মায়ামি

 

এমন দুর্দান্ত পারফরম্যান্স করে ক’দিন আগে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। এর লাফে ২৪ ধাপ এগিয়ে লাল-সবুজের মেয়েদের র‌্যাঙ্কিং এখন ১০৪। অন্যদিকে আজারবাইজানের র‌্যাঙ্কিং ৭৪। 

 

বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম সংবাদমাধ্যমে বলেছেন, ‘আজারবাইজান ঢাকায় আসছে তা নিশ্চিত হয়েছে। এখন আরও একটি দেশ হলে ত্রিদেশীয় টুর্নামেন্ট হবে। বাফুফে সভাপতি তাই চাইছেন। যদি অন্য দেশ না পাই তাহলে আজারবাইজানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ হবে- এটা নিশ্চিত।’

]]>
সম্পূর্ণ পড়ুন