ওই দুই সহোদর উপজেলার ধনপুর ইউনিয়নের সহিলা ঘোষপাড়া গ্রামের মৃত রাজেন্দ্র ঘোষের ছেলে।
ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল জানান বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে আপন দুইভাই বাড়ির পাশে ধনু নদীতে জাল নিয়ে মাছ ধরতে যায়। দীর্ঘসময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে সন্ধান করে ইটনা থানাকে অবহিত করেন।
আরও পড়ুন: অবৈধভাবে বালু বিক্রি, যুবদল নেতাকে লাখ টাকা জরিমানা
দুপুরে ছোট ভাই বীরেন্দ্র ঘোষের লাশ স্থানীয়রা পানিতে জাল ফেলে মৃত উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৫টা) বড় ভাই ধীরেন্দ্র ঘোষের লাশের খুঁজ অব্যাহত রয়েছে।
ইটনা থানার ওসি জানান, নৌপুলিশ নিখোঁজ অপরজনের মরদেহ উদ্ধারে অভিযান চালাচ্ছে।