নদী থেকে ছোট ভাইয়ের জুতা তুলতে গিয়ে প্রাণ গেল সাইমনের

৩ সপ্তাহ আগে
খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীতে পড়ে মো. সাইমন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে দীঘিনালা আল-কোরআন অ্যাকাডেমির ছাত্র এবং কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার বাসিন্দা মো. খোরশেদ আলমের ছেলে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে স্কুল ছুটি হওয়ার পর ছোট ভাইকে সঙ্গে নিয়ে চাচার সঙ্গে দেখা করতে যাচ্ছিল সাইমন। পথিমধ্যে নদীর পাশে হাঁটার সময় ছোট ভাই সাইমের একটি জুতা নদীতে পড়ে যায়।

 

সে সময় বড় ভাই সাইমন সেই জুতা তুলতে পানিতে নামে। কিন্তু হঠাৎ নদীর স্রোতে ভারসাম্য হারিয়ে সে ডুবে যায়। ছোট ভাই সাইম ভয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে।

 

আরও পড়ুন: শিবচরে পানিতে ডুবে প্রাণ গেল শিশু ও বৃদ্ধের

 

খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টা তল্লাশি চালিয়ে মাইনী ব্রিজ সংলগ্ন নদীর আংটির পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

 

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়, তবে তখন সে আর জীবিত ছিল না।’

]]>
সম্পূর্ণ পড়ুন