ধোনি কি কখনো জাতীয় দলের কোচ হবেন, ভারতের সাবেক যা বলছেন

২১ ঘন্টা আগে
গত মাসেই ৪৪তম জন্মদিন পালন করেছেন মহেন্দ্র সিং ধোনি। জাতীয় দলকে বিদায় জানিয়েছেন বেশ কয়েক বছর আগে, কিন্তু এখনও আইপিএলকে বিদায় জানাননি। গত মৌসুমে তো রুতুরাজ গায়কোয়াড় ইনজুরিতে ছিটকে গেলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্বও দিয়েছেন। ঠাণ্ডা মাথায় দারুণভাবে খেলা নিয়ন্ত্রণ করতে পারায় অধিনায়ক হিসেবে ধোনির খ্যাতি আছে। যে কারণে তাকে ডাকা হয় 'ক্যাপ্টেন কুল' নামে। অনেকের মতেই, ক্ষুরধার মস্তিস্কের এই বিশ্বকাপজয়ী কোচের ভূমিকায়ও দারুণ সফল হতে পারবেন।

আইপিএল থেকে অবসরের পর কী করবেন ধোনি? ভারতীয় জাতীয় দলকে সম্ভাব্য সব শিরোপা জিতিয়েছেন অধিনায়ক হিসেবে। আইপিএলেও রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ড তার দখলে। অনেকের চাওয়া ধোনি একদিন ভারতীয় জাতীয় দলের কোচের দায়িত্ব নিক। তবে, ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন ধোনি ভবিষ্যতে ভারতের প্রধান কোচের দায়িত্ব নিতে আগ্রহী হবেন না।


নিজের ইউটিউব চ্যানেলে নিজের মতামতের পক্ষে ব্যাখ্যাও দিয়েছেন ভারতীয় জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। তার মতে, দীর্ঘদিন খেলোয়াড় ও অধিনায়কত্বের চাপ নেয়ার পর ধোনি আরেকবার ক্রিকেটের ব্যস্ত সময়সূচিতে ডুব দিতে চাইবেন না।


চোপড়া বলেন, 'এটা বড় কারণ। আমি মনে করি না তিনি (ধোনি) আগ্রহী। কোচিং খুব কঠিন কাজ। কোচিং আপনাকে খেলোয়াড় জীবনের মতোই ব্যস্ত রাখে, কখনও কখনও তার থেকেও বেশি। পরিবার আছে, আর জীবনের বেশিরভাগ সময় তো স্যুটকেসে করেই কেটেছে। এখন আর সেই জীবন টেনে নিয়ে যেতে চাইবেন না।'


আরও পড়ুন: বিশেষ ব্যাট দিয়ে পাওয়ার হিটিং শেখাচ্ছেন উড, কার্যকারিতা সম্পর্কে জানালেন জাকের


ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার বনে যাওয়া চোপড়া জোর দিয়ে বলেন, ধোনি পূর্ণসময়ের কোচিং দায়িত্বের চেয়ে পরিবারের সঙ্গেই সময় কাটানোকেই বেশি অগ্রাধিকার দেবেন।


 

ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। ছবি: এক্স


তিনি আরও বলেন, 'এই কারণেই অনেক খেলোয়াড় কোচিংয়ে আসেন না। এলেও বেশিরভাগ সময় স্বল্প মেয়াদের আইপিএল কোচিং করেন। কিন্তু ভারতের প্রধান কোচ হওয়া মানে বছরে প্রায় ১০ মাসের ব্যস্ততা। আমি নিশ্চিত নই ধোনি এতটা সময় দিতে চাইবেন কি না। যদি দেন, আমি সত্যিই বিস্মিত হবো।'


আরও পড়ুন: এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করবে ভারত


উল্লেখ্য, ধোনি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বল্প সময়ের জন্য জাতীয় দলের মেন্টর ছিলেন। এছাড়া ২০২৫ সালের আইপিএলে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে সব ১৪ ম্যাচ খেলেছেন। রুতুরাজ গায়কোয়াড়ের ইনজুরির পর ধোনি দ্বিতীয়ার্ধে অধিনায়কত্বও করেছেন। পুরো আসরে ১৩ ইনিংসে ১৯৬ রান করেছেন ১৩৫.১৭ স্ট্রাইক রেটে।


বিশ্বের সর্বকালের সেরা অধিনায়কদের একজন ধোনির নেতৃত্বেই ভারত জিতেছিল ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি। 

]]>
সম্পূর্ণ পড়ুন