ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ বাংলার প্রতিবেদন থেকে জানা যায়, নাবালিকা ছাত্রীর অশ্লীল নোংরা ভিডিও তুলে ব্ল্যাকমেল করে তাকে প্রথমে ধর্ষণ করে অরবিন্দ মণ্ডল। সে কথা ওই ছাত্রী অরবিন্দ মণ্ডলের ছেলেকে জানালে ছেলেটি নাবালিকার কপালে সিঁদুর পরিয়ে দেন। এরপর কিশোরীকে ঘরে নিয়ে গিয়ে ছেলেও ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ বলছে, অভিযুক্ত ও ভুক্তভোগী একই পাড়ার বাসিন্দা। কয়েক মাস আগে অরবিন্দ ও তার ছেলে কিশোরী ওই মেয়ের পরিবারকে জানান, মেয়েটিকে নিয়ে তারা রিলস ভিডিও তৈরি করতে চান। প্রতিবেশি হওয়ায় মেয়েটির পরিবার এতে কোনা আপত্তি জানান না।
জানা যায়, ভিডিও শুটের নাম করে মেয়েটিকে নিয়ে অভিযুক্ত বাবা-ছেলে বিভিন্ন স্থানে যেতেন। এরপর গোপনে মেয়েটির ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করতেন। ওই ছবি ও ভিডিও ব্যবহার করেই অভিযুক্তরা মেয়েটিকে ব্ল্যাকমেইল এবং ধর্ষণসহ নানা ধরনের নির্যাতন শুরু করেন।
আরও পড়ুন: সপরিবারে সময়ে এসে রিপন মিয়া জানালেন সেদিন কী ঘটেছিল
নির্যাতনের পরিমাণ বাড়তে শুরু করলে গত শনিবার (১১ অক্টোবর) পরিবারের কাছে সব কথা জানায় ওই কিশোরী। এরপর হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
আরও পড়ুন: ফের বিয়ে করেছেন নারী উদ্যোক্তা তনি!
ভুক্তভোগীর বাবা একজন পুলিশ কর্মকর্তা হওয়ায় নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে দ্রুত হাড়োয়া পুলিশ মাঠে নামেন। রোববার (১২ অক্টোবর) দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বসিরহাট মহকুমা আদালতে নেয়া হয় কিশোরীর জবানবন্দি।
এদিকে তিন দিনের পুলিশি হেফাজতে রাখার পর আজ বুধবার (১৫ অক্টোবর) আদালতে হাজির করা হয় অরবিন্দকে। আর ছেলেকে পাঠানো হয় কিশোর আদালতে।
]]>
১ সপ্তাহে আগে
৪







Bengali (BD) ·
English (US) ·