ধর্ষণ থেকে বাঁচতে যুবকের পুরুষাঙ্গ কাটলেন গৃহবধূ

২১ ঘন্টা আগে
যশোরের শার্শায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালালে অভিযুক্ত যুবকের পুরুষাঙ্গ কেটে নিজেকে রক্ষা করেছেন ওই নারী।

সোমবার (১৮ আগস্ট) সকালে শার্শা থানা পুলিশ অভিযুক্ত ধর্ষণচেষ্টাকারী মুবায়দুল রহমানকে (৩৫) গ্রেফতার করে। 

 

তিনি শার্শার পাড়ের কায়বা গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

 

এর আগে গত ৯ আগস্ট গভীর রাতে ভুক্তভোগী নারীকে ধর্ষণের চেষ্টা করলে ব্লেড দিয়ে অভিযুক্ত যুবকের পুরুষাঙ্গ কর্তন করেন তিনি।

 

আরও পড়ুন: ঢাকা-যশোর ট্রেনে বিমান ও গৃহায়ণ কর্মকর্তাদের বাকবিতণ্ডা, দেখে নেয়ার হুমকি

 

ভুক্তভোগী নারী জানান, মুবায়দুল দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করছিলেন। ঘটনার দিন রাত আনুমানিক ৩টার দিকে তিনি বাড়ির উঠানে গিয়ে ঘরের চালায় ঢিল মারেন। শব্দে ঘুম ভেঙে বাইরে বের হলে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এসময় নিজেকে রক্ষা করতে ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কর্তন করেন তিনি। 

 

অভিযুক্তের চিৎকারে স্বামী, দুই সন্তান ও আশপাশের লোকজন এগিয়ে এলে মুবায়দুল পালিয়ে যান। পরে পুলিশের কাছে অভিযোগ দিলে আসামিকে গ্রেফতার করা হয়।

 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার ভিত্তিতে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন